অন্টারিওর নির্মাণ শ্রমিকরা মাত্রাতিরিক্ত অপিয়ড আক্রান্ত


টরন্টো, জুন ৩: নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে এটিকে মহামারি বিবেচনা করে অন্টারিও কনস্ট্রাকশন কনসোর্টিয়াম (ওসিসি) মাত্রাতিরিক্ত অপিয়ড ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার এক আন্দোলন শুরু করেছে, কেননা অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি তাদের মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে অন্টারিও প্রদেশে মাত্রাতিরিক্ত মাদক সেবনে ২,৫০০ মানুষ মারা গেছে, যা ২০১৯ সালের ১৫০০ সংখ্যাকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদের ৩০ শতাংশই নির্মাণ শ্রমিক হওয়ায় ব্যাপক প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৯ মে এই প্রতিবেদনটি যৌথভাবে অন্টারিও ড্রাগ পলিসি রিসার্চ নেটওয়ার্ক (ওডিপিআরএন), চিফ করোনার ফর অন্টারিও ও জনস্বাস্থ্য অন্টারিও প্রকাশ করেছে।

এতে ওসিসি’র নির্বাহী পরিচালক ফিল জিলিস বলেছেন, ‘পরিস্থিতি ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। নির্মাণ শ্রমিকরা মাত্রাতিরিক্ত মাদক সেবনে মৃত্যুমুখে পতিত হচ্ছে, কারণ অতিমাত্রায় নেশা জাতীয় রাস্তার অপিয়ড ফেন্টানল পাওয়া যাচ্ছে। ফলশ্রুতিতে ২০২০ সালে ৬০ শতাংশ মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে কোভিড মহামারিতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে। এই মহামারি সংশ্লিষ্ট মাত্রাতিরিক্ত মাদক সেবনের প্রভাব নির্মাণ শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নাটকীয় ও মর্মন্তুদ হয়ে দেখা দিয়েছে।’

এক্ষেত্রে ওসিসি ২০২১ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের কয়েক মাস আগে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ করেছে, যেখানে নির্মাণ শ্রমিকদের ঝুঁকির বিষয়টি আলোকপাত করা হয়েছে। তাতে কানাডার পরিস্থিতিটিও ভিন্নতর হওয়ার কথা নয়।

জিলিস আরও বলেন, ‘এই মর্মন্তুদ পরিস্থিতিটি কানাডার প্রভাবটিও নিশ্চিত করেছে। এ সমস্যা এদেশের জন্যও বাস্তবসম্মত। ওডিপিআরএন-এর রিপোর্টেই দেখা গেছে অন্টারিওতে গত বছর ৫৭ জন নির্মাণ শ্রমিক মাত্রাতিরিক্ত মাদক সেবনে মারা গেছে এবং তা ব্যাপকতর হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে ২৮ বছর বয়সী একজনের কথা জানি, যে মে মাসের দীর্ঘ সপ্তাহান্তের ছুটিকালীন মারা গেছে।’

সেজন্য ওসিসি জনস্বার্থে এই মহামারি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ৩১ মে থেকে theotherpandemic.ca নামে একটি ওয়েবসাইট চালু করেছে, তাতে নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি আলোকপাত করা হয়েছে। এতে দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপণসহ আপামর মানুষের সচেতনতা সহায়ক বেশ কিছু ভিডিও ও রেডিও অডিও রয়েছে। তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও টরন্টোর মেয়র জন টোরির বক্তব্য যুক্ত রয়েছে।

এছাড়া ওসিসি তাদের প্রচারণায় আহ্বান জানিয়েছে যাতে কেউ একা মাদক সেবন না করে, সকলে কোভিডের টিকা নেয়, প্রশিক্ষণ ও শিক্ষার প্রতি গুরুত্ব দেয় এবং সরকারের প্রতি সাহায্য প্রার্থীর ক্ষেত্রে সুপরামর্শ ও চিকিৎসার বন্দোবস্ত যেন করা হয়। আর এই প্রচারণাকে সমর্থন জানিয়েছে যথাক্রমে ইন্টেরিওর সিস্টেমস কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশন, কার্পেন্টার্স ইউনিয়ন ডিস্ট্রিক্ট কাউন্সিল অব অন্টারিও ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডস।