আদম ব্যবসায় ২ জনকে গ্রেফতার করেছে টরন্টো পুলিশ
টরন্টো, মে ২০: টরন্টো পুলিশ আদম ব্যবসার এক অনুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট ১১টি অভিযোগে একজন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করেছে, সে কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলতি ২০২১ সালের এপ্রিল মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ¯œ্যাপচ্যাটে একজন মহিলা অপর এক পুরুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সেখানে ওই পুরুষের ব্যবহৃত নাম ছিল ‘ড্রিপটাস্টিক’। এতে ওই মহিলার ভাষ্যানুযায়ী সে তার সঙ্গে এক রোমান্টিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর খুবই অল্প সময়ে ওই মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপর এক মহিলার সহযোগে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। এতে সে যে অর্থ উপার্জন করেছে, এমনকী তার নিজস্ব কাপড়-চোপড়ও তাকে দেয়া হয়নি।’
ওই ঘটনার ভিত্তিতে অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ ১২ মে ২৯ বছর বয়সী জসোয়া অলিভার ও ২২ বছর বয়সী মেরিয়ানা বেনকারটোসা নামের দুজনকে গ্রেফতারে সক্ষম হয়। তাদের উভয়ের বিরুদ্ধে নিয়ন্ত্রণ অর্জন বা বজায় রাখা, অপর কোনো ব্যক্তির যৌন সেবার বিজ্ঞাপন প্রচার, আদম ব্যবসায় সংশ্লিষ্ট থাকা, যৌন সেবার সুবিধা গ্রহণ ও যৌন সেবার মাধ্যমে আর্থিক মুনাফা অর্জনের অভিযোগগুলো আনা হয়েছে। উপরন্তু অলিভারের বিরুদ্ধে অন্যূন ৫ হাজার ডলার চুরির অতিরিক্ত অভিযোগ আরোপ করা হয়েছে।
তারা উভয়ে ২০২১ সালের ১৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কলেজ পার্কের রুম নম্বর ৫০৭-এ ভার্চুয়ালি কোর্টে সমর্পিত হয়েছে। পুলিশের ধারণা আরও অনেকেই তাদের খপ্পরে পড়েছে এবং সেজন্য তাদের উভয়ের ছবি জনসমক্ষে প্রকাশ করেছে।
পুলিশ ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ক্ষতিগ্রস্থ সকলকে এগিয়ে আসার আহ্বান ও আদম ব্যবসা সংশ্লিষ্ট রিপোর্ট করতে পরামর্শ’ তুলে ধরেছে। এতে তারা বলেছে, ‘আমরা সকলের জন্য উন্মুক্ততা নিশ্চিতের পাশাপাশি তাদের সুবিধাজনক অবস্থান থেকে ওই ফৌজদারী বিষয়টি অবহিত করছি।’
আর যদি কারো কাছে এ সংশ্লিষ্ট কোনো তথ্য থেকে থাকে, তাহলে পুলিশকে যোগাযোগে ৪১৬-৮০৮-৭৪৭৪ অথবা নামবিহীন ক্রাইম স্টপারর্সকে ‘৪১৬-২২২-টিআইপিএস’ এই নম্বরে কল করুন।