আমেরিকা কী ইমরান খানের সঙ্গে এখন ‘সমঝোতা’ চাইছে?
চাঞ্চল্যকরভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন মিনেসোটার ডেমোক্র্যাট দলীয় কংগ্রেশনাল প্রতিনিধি ইলহান ওমর ইসলাম বিদ্বেষ অর্থাৎ ‘ইসলামোফোবিয়া’ বিষয়ে আলোচনা করতে গত বুধবার ২০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সদ্য আস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন বানি গালায় গিয়ে সাক্ষাত করেছেন। জানা গেছে, তার এই সাক্ষাত পাকিস্তানের বর্তমান সংসদ সদস্য, রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা হওয়ার আগেই ঘটেছে।
যদিও খান তার ক্ষমতাচ্যুতির আগে ও পরে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন এই বলে যে ইউক্রেন আক্রমণের একদিন আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। গত ১০ এপ্রিল খানই প্রথম প্রধানমন্ত্রী যাকে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
খবরে প্রকাশ, ইলহান ওমর ‘ইসলামোফোবিয়ার বিরুদ্ধে, বিশেষত জাতিসংঘে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে পকিস্তানের ভূমিকায় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন’। পরিপ্রেক্ষিতে খান আঞ্চলিক সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের শান্তিপূর্ণ প্রয়াসটি তুলে ধরেন।
ইতোমধ্যে ভারতীয় হিন্দুস্তান টাইমস এই সফরকে ‘সংকীর্ণমনের রাজনীতি’ আখ্যা দিয়েছে।
Pic from Twitter