উডব্রিজে কর্মসংস্থান প্রশিক্ষণে বিনিয়োগ করতে যাচ্ছে কানাডা সরকার
টরন্টো, মে ২১: আজ জাতীয় রাজস্ব মন্ত্রীর সংসদীয় সচিব ফ্রানসেস্কো সরবরা ইউনিয়ন ট্রেড অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (ইউটিআইপি)-এর অধীনে কলেজ অব কার্পেন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডসের জন্য প্রায় ৮৯০ হাজার ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আর ওই ঘোষণাকালে তিনি বলেন, ‘প্রশিক্ষিত পেশার মানুষ কানাডার জন্য দক্ষ জনশক্তি এবং স্থানীয় অর্থনীতির সামর্থ্য ও বৈচিত্র্যের বিবেচনায় পরিপূর্ণ সামার্থ্য সঞ্চার করবে। এই বিনিয়োগ ভন-উডব্রিজ এলাকার মানুষের জন্য এক ঝাঁক প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলবে, এমনকী তা হবে বৃহত্তর টরন্টোর অর্থনীতির পুনরুজ্জীবনে নানাবিধ অপরিহার্য কর্মসংস্থানের প্রয়াস। ’
আর এই বিনিয়োগের ফলে কলেজটি অনলাইন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কার্পেন্টারি শিল্পের জন্য বৈচিত্র্যপূর্ণ ও অপরিহার্য জনশক্তি গড়ে তোলার প্রয়োজনটি মেটাবে। এই অর্থায়নটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কানাডা সরকারের পাঁচ বছর মেয়াদী ৬২ মিলিয়ন ডলারের অংশবিশেষ, যা কানাডার অর্থনীতির পুনরুজ্জীবনের গতিধারাকে ত্বরান্বিত করবে।
‘রেড সিল ট্রেড’ হিসেবে চিহ্নিত পেশায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা পেরিয়ে প্রয়োজনীয় জনশক্তিকে প্রশিক্ষণে সহযোগিতা জোগাতে নিয়োজিত রয়েছে ইউটিআইপি। এতে প্রশিক্ষণ সরঞ্জাম জোগাতে প্রথম ধাপের এই বিনিয়োগ কানাডাব্যাপি ইউনিয়নের সার্বিক প্রশিক্ষণ মান উন্নয়নের পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম সংস্থান ঘটাবে। আর দ্বিতীয় ধাপে উদ্ভাবণী প্রশিক্ষণ কানাডার উদ্ভাবণী প্রশিক্ষণ মানকে উন্নততর করার ক্ষেত্রেও সবিশেষ ভূমিকা রাখবে।
বাস্তবে কানাডায় নগণ্য সংখ্যক নারীই প্রশিক্ষিত পেশায় যোগ দিতে আগ্রহান্বিত হয়ে থাকে। ওইসিডি’র জরিপ অনুযায়ী, ১৫ বছর বয়সী মাত্র ২ শতাংশ বালিকা দক্ষ পেশায় অর্ন্তভুক্ত হতে আগ্রহী। কিন্তু কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুজ্জীবনে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তির অপরিহার্যতাটি পরিলক্ষিত। এতে শুধুমাত্র ২০১৯ থেকে ২০২৮ সাল নাগাদ প্রায় ৭ লাখ দক্ষ পেশার মানুষ অবসর গ্রহণ করতে যাচ্ছে। আর সেই দক্ষ জনশক্তির পরিপূরণ ঘটাতে নিয়োগ ও প্রশিক্ষণের বাস্তবতাটি যথেষ্ট মাত্রায় বিবেচিত।
তথাপি ইউটিআইপি’র অধীনে গৃহীত এই প্রশিক্ষণ কর্মযজ্ঞে কার্পেন্টারির চিরাচরিত পন্থায় ক্লাসে প্রদত্ত পাঁচটি কোর্সে উদ্ভাবণী শিক্ষণের সমাবেশ ঘটবে। আর সেটা অনেকটাই চ্যালেঞ্জ মোকাবেলায় নারী, নবাগত অভিবাসী, শারীরিকভাবে অক্ষম ও ব্যাপকতর কর্মক্ষেত্র সৃষ্টিতে সহায়ক সামর্থ্য হিসেবে নিয়ামক ভূমিকা পালন রাখবে।
২০২১ সালের প্রণীত বাজেটে কানাডা সরকার ২০২১-২০২২ সাল থেকে তিন বছর মেয়াদে ৪৭০ মিলিয়ন ডলার ‘অ্যাপ্রেন্টিস’ বা শিক্ষানবীস সেবায় বিনিয়োগ করতে যাচ্ছে। এতে প্রথম বছরে ৫৫ হাজার শিক্ষানবীস ‘রেড সিল ট্রেড’ ভুক্ত মাঝারি ধরণের শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান খুঁজে পাবে। আর তাতে নিয়োগ কর্তা বা প্রতিষ্ঠান প্রথম বছরে নিয়োগ ও প্রশিক্ষণ বাবদ ৫ হাজার ডলারের ‘অ্যাপ্রেন্টিস’ সুযোগ গ্রহণ করতে পারবে।
এছাড়া ‘রেড সিল ট্রেড’-এ বৈচিত্র্যতা সৃষ্টিতে কানাডা সরকার তা দ্বিগুণ বা ১০ হাজার ডলার পর্যন্ত সুযোগ গ্রহণের দ্বারকে প্রশস্ত করবে যে সকল নিয়োগকর্তা অপ্রতিনিধিত্বশীল গ্রুপ, যেমন- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠি ও শারীরিকভাবে অক্ষমদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেবে। এতে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ‘কানাডা অ্যাপ্রেন্টিস লোন’-এর সুদ মওকুফ করা হবে। ফলশ্রুতিতে যারা এক্ষেত্রে নিজেদের পেশাগতভাবে গড়ে তুলতে চান, তাদের জন্য এক নতুন সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।