এশিয়ার ১০০ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশি নারী
টরন্টো, এপ্রিল ২৯: ২০২১ সালে এশিয়ান সায়েন্টিস্ট ১০০ তালিকায় তিন বাংলাদেশি নারী স্থান করে নিয়েছেন, যেখানে বলা হয়েছে এই অঞ্চলের সাফল্যের অভিষেকে ‘সেরা ও কীর্তিমান, যাদের প্রতিভাভাদীপ্ত পদচারণায় বিজ্ঞান জগত অত্যুৎজ্জ্বল’। তারা হচ্ছেন- ড. সালমা সুলতানা, ড. ফেরদৌসি কাদরী ও অধ্যাপিকা সামিয়া সাবরিনা।
সিঙ্গাপুর থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন এশিয়ান সায়েন্টিস্টে সন্মনিত হতে যা প্রয়োজন, সেক্ষেত্রে ‘সংশ্লিষ্ট ব্যক্তিকে আগের বছর তার গবেষণা কর্মের জন্য জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হতে হবে’।
ভিন্নার্থে, সংশ্লিষ্ট গবেষককে শিক্ষা অথবা শিল্প, অথবা উল্লেখযোগ্য বৈজ্ঞানিক গবেষণায় অতি সন্মানপূর্ণ স্থান অর্জন করতে হবে।
এতে ওই ম্যাগাজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালমা সুলতানা, যিনি ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক ২০২০ সালে বাংলাদেশের ক্ষুদে চাষীদের নিয়ে পশুপ্রজনন, চিকিৎসা ও শিক্ষাদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় ‘নরম্যান ই. বরলগ অ্যাওয়ার্ড ফর ফিল্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন’ পুরস্কারটি লাভ করেন।
একইভাবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল ডিজিজ রিসার্চ (আইসিডিডিআরবি)-এর অ্যামেরিটাস সায়েন্টিস্ট ফেরদৌসি কাদরী উন্নয়নশীল দেশে ছোঁয়াচে রোগ সম্পর্কিত জ্ঞানদান ও প্রতিরোধমূলক সচেতনতা সৃষ্টিতে এবং টিকাদানে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার জন্য ২০২০ ল’রিয়াল-ইউনেস্কো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন।
পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও বিদ্যুৎকৌশল বিভাগের অধ্যাপিকা সামিয়া সাবরিনা উপাদান ও ন্যানোম্যাটেরিয়াল বিষয়ক গবেষণায় ২০২০ সালে ওডব্লিউএসডি-এলসেভিয়ার অ্যাওয়ার্ড ফর আর্লি ক্যারিয়ার ওমেন সায়েন্টিস্টস ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড পুরস্কাওে ভূষিত হন।
২০১৬ সাল থেকে প্রতি বছর এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন এশিয়া অঞ্চলের সর্বাধিক সাফল্যের অধিকারী গবেষকদের তালিকা প্রকাশ করে চলেছে।