কানাডায় জরুরি বিধি প্রত্যাহার করলেন ট্রুডো
OTTAWA – গতকাল (২৩ ফেব্রুয়াারি) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন এক সপ্তাহ আগে বিক্ষোভরত ট্রাকবহর প্রতিরোধে আরোপিত জরুরি বিধি, যার মেয়াদ ৩০ দিন বলবৎ থাকার কথা ছিল, সেটি প্রত্যাহারে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই ঘোষণাকালে ট্রুডো বলেন, ‘অত্যন্ত সতর্ক বিবেচনায় আমরা জরুরি পরিস্থিতিতে নেই বলে নিশ্চিত করছি। সেজন্য কেন্দ্রীয় সরকার ইমার্জেন্সি অ্যাক্ট আরোপের অবসান ঘটাতে যাচ্ছে।’
ইতোমধ্যে গত সপ্তাহান্তে দেশব্যাপি বিশাল পুলিশি তৎপরতায় রাজধানী অটোয়ায় তিন সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত ট্রাকবহরপূর্ণ বিক্ষোভের ফলে সৃষ্ট রাজপথের প্রতিবন্ধকতা নিরসনে ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রত্যেকে কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধির বিরুদ্ধে প্রতিবাদী হন।