কানাডায় প্রথম নির্বাচনী বিতর্কে চার নেতা মুখোমুখি
গত বৃহস্পতিবার কানাডায় চার প্রধান রাজনৈতিক দলের শীর্ষনেতৃবৃন্দ তাদের ফরাসি ভাষায় অনুষ্ঠিত প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছেন, তাতে কে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তার আভাসটি প্রতিভাত।
এতে ২-ঘন্টা ব্যাপি বিতর্ক শেষে প্রত্যেকে এক মিনিটের সমাপনী বক্তব্য রাখেন। সেখানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তার সরকার মহামারিতে জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন ‘মহামারিকে পেছনে ফেলে এগিয়ে যাবার সময় এসেছে’। পুর্ননির্বাচিত লিবারেল সরকার তা নিশ্চিত করবে; পাশাপাশি প্রথম বাড়ী কেনা, ডে-কেয়ারের স্থানসংকুলান ও জলবায়ু সুরক্ষায় কাজ করবে।
জগমিত সিং বলেন, ট্রুডো কানাডার জনগণকে পরিত্যাগ করেছেন। তিনি এনডিপি-কে ভোটের আহ্বান জানিয়ে বলেন তারা জলবায়ু ও সাশ্রয়ী আবাস নিশ্চিতের সঙ্গে ‘অতি-ধনী’র উপর উপযুক্ত করারোপ করবে।
ব্লক ক্যুবেকুয়া নেতা ইভস্-ফ্রাসোয়া ব্লাচে বিগত দু’বছরে তার দলের অবদানে স্বাস্থ্য উপযোগ, কৃষি ও পরিবেশ উন্নয়নের কথা তুলে ধরেন। তবু বলেন, যে দলই ক্ষমতাসীন হবে অবশ্যই তারা ক্যুইবেকের জনগণের প্রতি শ্রদ্ধাশীল হবে।
আর প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভের এরিন ও’তুল বলেন, কেবল দুই নেতাই সরকার গঠন করতে পারবেন। তিনি বলেন, হয় জনগণ পুরনো ট্রুডো কিংবা তাকে বেছে নেবেন এবং সেটা ‘নতুন নেতৃত্বের সঙ্গে নতুন আলোকে’ প্রাদেশিক কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে কেন্দ্র নিয়ন্ত্রিত কর্মপরিসরে বিল ১০১ প্রয়োগ করবে।
ইতিমধ্যে জাতীয় প্রচার মাধ্যম সিবিসি’র জরিপে ট্রুডো ও তার দল লিবারেল বিতর্কিত ক্যুইবেক প্রদেশে অগ্রগামী, তবু ব্যবধান ক্ষীণতর।
All the pics are taken from the candidates’ Twitter pages; the pic at the top is from Elections.ca