কিসের কালো ছায়া ভর করেছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে?

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো নানাবিধ
অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে। 

স্থানীয় রোহিঙ্গা ও অপরাপর সূত্রে প্রকাশ, সেজন্য আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি (এআরএসএ)
সন্দেহের শীর্ষে। তারা আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে, এমনকী শরণার্থীদের দুরাবস্থাকে কাজে
লাগিয়ে এই ক্যাম্পগুলোকে নিজেদের অভয়ারণ্যে পরিণত করছে।

এক্ষেত্রে গত অক্টোবরে রোহিঙ্গা নেতা মহিব উল্লাহসহ অপর ছয় রোহিঙ্গা খুন হলে এআরএসএ তাদের
নিয়ন্ত্রণ বাড়িয়ে তোলে এবং ক্যাম্পগুলোর অধিবাসীরা এক প্রকার শংকায় জীবনযাপন করছে।

নিহত মহিব উল্লাহর ভাই হাবিব উল্লাহর ভাষ্য, ‘ক্যাম্পগুলোতে এআরএসএ নানাবিধ অপরাধের সঙ্গে
সংশ্লিষ্ট। রাতের আধারে তাদের নিয়ন্ত্রণ বেড়ে যায়। রোহিঙ্গারা তাদের চিনলেও জনসমক্ষে বলতে
শংকাগ্রস্থ।’