কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হলো?
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করবে, কেননা ১৯২১ সালের ১ জুলাই তার সূচনা ঘটে। এটির পৃষ্টপোষকেরা, বিশেষত নবাব স্যার খাজা সলিমুল্লাহ ৬০০ একর ভূমি বরাদ্দ দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ও আবাসিক মডেলের আদলে তা গড়ে তোলেন।
কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভদ্রসমাজের উদ্বেগের পাশাপাশি পূর্ববাংলার অবহেলিত গ্রামীণ জনপদে এমন নবপ্রয়াসের প্রতি ছিল এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্যতা।
পৃষ্টপোষকদের প্রত্যাশায় ছিল, অক্সফোর্ডের নিয়মনীতির আলোকে শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি আবাসিক হলে যুগপৎ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানে নিয়োজিত প্রোভষ্ট ও হাউস টিউটর কর্তৃক উপদেশক্রমে জ্ঞান অনুশীলন করবে।
এটির প্রথম উপাচার্য হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে ১৭ বছর রেজিষ্ট্রারার হিসেবে দায়িত্বে নিয়োজিত ড. ফিলিপ জোসেফ হারটগ। দেখা গেল, অর্ধ-শতাব্দী পর বাঙালি জাতীয়তাবাদের স্ফূরণ এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এই বিশ্ববিদ্যালয় মূল চালিকাশক্তি হিসেবে অর্বিভূত হয়।
Image from https://en.wikipedia.org/wiki/University_of_Dhaka