কেন পাকিস্তান প্রেসিডেন্ট বাইডেনের ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দেয়নি?
চীন ও বাংলাদেশ আমন্ত্রণের বাইরে থাকলেও পাকিস্তান আমন্ত্রিত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়নি। আপাতদৃষ্টিতে দায়িত্বভার গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কোনো ফোন কল দেননি। গত বুধবার পাকিস্তান সরকারের পক্ষে ইসলামাবাদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রনে ‘কৃতজ্ঞ’।
ওই সম্মেলন ৮-১০ ডিসেম্বর প্রথমবারের মতো ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক ঘোষণায় বলা হয়েছে, ‘পাকিস্তানের বিশাল কার্যকর গণতন্ত্রে বিচার ব্যবস্থা স্বাধীন এবং বিকশিত সুশীল সমাজ ও মুক্ত গণমাধ্যম বিদ্যমান। আমরা গণতন্ত্রের উত্তরোত্তর বিকাশে, দুর্নীতি দমনে এবং সকল নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সাম্প্রতিক বছরগুলোতে এই লক্ষ্য পরিপূরণে পাকিস্তানে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন করা হয়েছে। সেগুলো ফলোৎপাদক হয়েছে।’
ইতিমধ্যে আমন্ত্রণের তালিকা ও নিজগৃহে সমস্যাসংকুল হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কার্যকর বিকাশে প্রবক্তা হতে পারে কিনা, তেমন সমালোচনার মুখে পড়েছে। প্রত্যুত্তরে বাইডেন বলেছেন, ‘আমরা সচেতন এবং যারা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের গণতন্ত্র সুসংহত প্রক্রিয়ায় উজ্জীবিত, তারা জানেন সেজন্য নিরবিচ্ছিন্ন উদ্যোগ থাকা চাই।’
In the pic, Pakistan’s Prime Minister Imran Khan (from his Twitter profile)