কোভিড ফান্ড তসরুফ ‘অস্বীকার’ করেছেন অলিম্পিয়ান অ্যালিসন বেভার
গত মঙ্গলবার শর্ট ট্র্যাক স্পিড স্ক্যাট চ্যাম্পিয়নশীপে দুইবারের সাবেক টিম ইউএসএ উইন্টার অলিম্পিয়ান ও প্যানসেলভেনিয়া অঙ্গরাজ্যের বার্কস কাউন্টির অধিবাসী অ্যালিসন বেভার যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি কোর্টে তার বিরুদ্ধে আনীত ফেডারেল চার্জসমূহ অস্বীকার করেছেন।
অভিযোগে প্রকাশ, বেভার অসত্য তথ্যের মাধ্যমে কোভিড-১৯ রিলিফ সহায়তার পেচেক প্রোটেকসন প্রোগ্রামের অধীনে ঋণ আবেদন করেন।
এতে যুক্তরাষ্ট্রের ইউটাহ প্রসিকিউটরেরা বলেছেন, তার বিনোদন কোম্পানি অ্যালিসন বেভার এন্টারটেইনমেন্টের নাকি মাসিক বেতন দেবার পরিমাণ ৪ থেকে ৫ মিলিয়ন ডলারের কাছাকাছি, অথচ সেখানে বেতনের কোনো বিষয়ই নেই। তারা আরও বলেছেন, ওই কোম্পানি ৪৩০ জন কর্মচারির কথা বললেও কোনো কর্মচারি ছিল না।
প্রসিকিউটরেরা আরও বলেছেন, বেভার তাতে ১০ মিলিয়ন ডলার পেয়েছেন, যার কিছু অংশ এলাইজা উডের চলচ্চিত্র ‘নো ম্যান অব গড’, যেখানে অপরাধ ফিরিস্তির ঘটনায় সিরিয়াল কিলার টেড বান্ডির (লিউক কিরবি অভিনীত) সঙ্গে এফবিআই এজেন্ট বিল হ্যাগমেয়ারের (স্বয়ং উড অভিনীত) জটিল সম্পর্কটি উন্মোচিত। ওই ছবিটি করোনাকালীন সময়ে সত্যিকারের অপরাধ ধারাবাহিক হিসেবে চিত্রায়িত, যা উডের প্রোডাকশন কোম্পানি স্পেক্টরভিশন থেকে নির্মিত।
সেজন্য বেভারের বিরুদ্ধে নয়টি অভিযোগ আনা হয়েছে; যদি তা প্রমাণিত হয়, তবে তাকে ব্যাংক ফ্রড কাউন্টে ৩০ বছর এবং অর্থপাচার কাউন্টে ১০ বছর কারাদন্ড ভোগ করতে হবে।
Pic from https://www.allisonbaver.com/