জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশকে পরিহারের আহ্বান
মানবাধিকার বিষয়ক ১২টি সংগঠনের সম্মিলিত জোট জাতিসংঘের উপ-মহাসচিব জ্যঁ-পিয়ের লেকরো বরাবরে প্রেরিত এক পত্রে জাতিসংঘ শান্তি মিশন থেকে বাংলাদেশের আধাসামরিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে পরিহারের আহ্বান জানিয়েছে, যা জনসমক্ষে ২০ জানুয়ারি হিউম্যান রাইটস
ওয়াচের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।
এতে ওই সংগঠনগুলো বলেছে, তারা র্যাবের ব্যাপক নির্বিচারের প্রমাণাদি সংগ্রহ করেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাতে ওই ইউনিটের নির্যাতন, জোরপূর্বক গুম ও অপরাপর মানবাধিকার লংঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন।
যদিও শান্তি মিশন থেকে আনুষ্ঠানিক প্রত্যুত্তরের অপেক্ষায় তারা রয়েছেন, যা অনানুষ্ঠানিকভাবে দুই মাস আগে ২০২১ সালের ৮ নভেম্বর দেয়া হয়েছে।
Image from https://www.hrw.org/