টরন্টোয় সাড়ে তিনশ’র বেশি জায়গায় কোভিড-১৯ টিকার ব্যবস্থা হচ্ছে মোহাম্মদ আলী বোখারী, সিএনএমজি নিউজ, টরন্টো
টরন্টো সিটির ২০ লাখ ৯৩ হাজার বাসিন্দার মাঝে কোভিড-১৯ টিকাদান দ্রুত ত্বরান্নয়নের লক্ষে মেয়র জন টোরি আজ জানিয়েছেন যে, একটি সমন্বিত টিকাদান কার্যক্রমের অধীনে ফার্মেসিগুলোর উপর দায়িত্ব ন্যস্ত করা হবে। তার ভাষায়, ‘এটি একটি দলবদ্ধ কর্মপ্রয়াস এবং আমি বিশ্বাস করি যে দলবদ্ধতার কথা আজ আমরা আলোচনা করছি, তা শুধুই সূচনাকারীদের জন্য, যা আপনারা দ্রুতই শহরময় দেখতে পাবেন।
তথাপি যে সমন্বিত টিকাদান কার্যক্রমের তালিকা এর আগে টরন্টো সিটির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সিটির তত্ত্বাবধানে নয়টি ছাড়াও হাসপাতালে ৪৯টি, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ৪৬টি এবং ফার্মেসিতে ২৪৯টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।
এই সিটি কর্মকর্তরা বলেছেন, তাদের একটি সুগঠিত দল ভ্রাম্যমান ও পপ-আপ ক্লিনিক হিসেবে শহরের সর্বত্র কাজ করবে, বিশেষ করে সেই সকল এলাকায়, যেখানে কোভিড-১৯ সংক্রমণ বা প্রার্দুভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে।
ইতিমধ্যে টিকাদানের জন্য পরিকল্পিত পন্থায় কাজ এগিয়ে নেয়া হচ্ছে, যার মাঝে ডাউনটাউনের মেট্রো টরন্টো কনভেনশন সেন্টার, নর্থ ইয়র্কের মিচেল ফিল্ড কমিউনিটি সেন্টার, নর্থ টরন্টো মেমোরিয়াল কমিউনিটি সেন্টার, কারমিন স্টেফানো কমিউনিটি সেন্টার ও ক্লোভারডেল মল উল্লেখযোগ্য।
গত সপ্তাহে দমকল বাহিনী প্রধান ম্যাথিউ পেগ, যিনি কোভিড-১৯ মহামারি সংক্রান্ত জরুরি তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন, তিনি সাংবাদিকদের জানিয়েছেন এই ক্লিনিকগুলো সমগ্র সিটি বিস্তৃত ক্লিনিকের ‘সমন্বিত কার্যক্রমের মেরুদন্ড’ হিসেবে কাজ করবে; যা এখন ধাঁধাঁ তুল্য হলেও প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং সেজন্য টিকাদান কেন্দ্রে টিকার কার্যক্রম পরিচালনায় ১,৪০০ কর্মচারিকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে।
কিন্তু সিটি কর্মকর্তারা ১৪০টি কমিউনিটি সংস্থার সঙ্গে সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকায় ধারাবাহিকভাবে লক্ষ্যগত কর্মসাধন করে যাচ্ছেন, বিশেষত যাতে সবচেয়ে আক্রান্ত এলাকায় টিকাদানের কর্মসূচিটি সম্ভবপর হয়ে ওঠে।
পাশাপাশি প্রাদেশিক সরকার বলেছে, তারা দ্বিতীয় ধাপের কার্যক্রমে অতিরিক্ত ৭৫ লাখ জনগোষ্ঠির মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে চায়, যা জুন মাস অবধি চলবে।
এক্ষেত্রে ইয়র্কসহ বেশ কয়েকটি জনস্বাস্থ্য কেন্দ্রে ৮০ ঊর্ধ্ব বয়সীদের আগাম অ্যাপয়নমেন্ট দেয়া শুরু হলেও জনসংখ্যার দিক বিবেচনায় টরন্টো সিটির কর্মকর্তারা এখনই তা দিতে অপারগতা প্রকাশ করেছেন।
তাদের কথা, তারা হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করে জনসংখ্যায় বিদ্যমান ব্যক্তি, যাদের টিকাদানের জন্য যোগাযোগ ও টিকার প্রস্তাব দেয়া হয়েছে, সেই ‘বিশেষ উপ জনসংখ্যার’ উপর কাজ করে চলেছেন।