তৃতীয় বিশ্ব যুদ্ধ কি অত্যাসন্ন?
অংশীদারিত্ব ও ঐক্যের বন্ধন সত্ত্বেও কানাডা ও আমেরিকা, অর্থাৎ সামগ্রিক ন্যাটো জোট এটা পরিস্কার করে দিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে লড়তে নিজেদের সেনা ইউক্রেনে পাঠাচ্ছে না। তার পরিবর্তে পূর্ব ইউরোপে নিজ জোটের সামরিক সমাবেশ ঘটিয়েছে, যদি অকস্মাৎ যুদ্ধবিগ্রহ ইউক্রেনের সীমানা পেরিয়ে যায়।
এখন ন্যাটো জোট দেখছে হতাহতের ঘটনা তৃতীয় বিশ্ব যুদ্ধ বেঁধে যাবার মতো হয়ে ওঠেনি। কিন্তু তা কতক্ষণ? ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুটিন পশ্চিমা সংহতিকে তীব্র ভাষায় সতর্ক করে দিয়েছেন। তিনি এক টেলিভিশন সম্প্রচারে পরিস্কার বলেছেন, ‘বাইরে থেকে কেউ নাক গলাতে চাইলে – যদি তা কেউ করে, তা হলে এমন খেসারত দিতে হবে, যা তাদের ইতিহাস দেখেনি।’ বোঝা যাচ্ছে রাশিয়া তার পারমাণবিক সম্ভার নিয়ে কতদূর এগুবে, ওই সিদ্ধান্তটি মনস্থির করেছে।
এই যুদ্ধের বিস্তৃতি হতে পারে অপ্রতিরোধ্য, যদি না পুটিনকে ইউক্রেনেই থামানো যাচ্ছে; সেজন্য অর্থনৈতিক অবরোধ আরোপ যথেষ্ট নয়, বরং তাতে যোগান প্রবাহ বিপর্যস্ত হবে।
Photo by John Cameron on Unsplash