নাথানিয়াল ভেল্টম্যান এবং তার ট্রাক চাপায় নিহত মুসলিম পরিবার
অন্টারিও প্রদেশের লন্ডন শহরের হাইড পার্ক রোড ও সাউথ ক্যারেজ রোডের সংযোগস্থলে পিক-আপ ট্রাক চাপায় উদ্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত নাথানিয়াল ভেল্টম্যান সম্পর্কে সিবিসি নিউজকে তার প্রতিবেশী জানিয়েছেন, সে নিজে অর্ন্তমুখী হলেও তার ডাউনটাউনের অ্যাপার্টমেন্টে সব সময় উচ্চ শব্দের জটলা শোনা যেত। (in the pic above, Afzaal family and, on the right, Nathaniel Veltman)
তবে নাথানিয়াল ভেল্টম্যানের সব কিছু একত্রে জড়ো করা সহজসাধ্য কাজ নয়। কেননা সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই ব্যক্তির প্রোফাইলটি মুছে ফেলেছে। তারপরও জানা গেছে, সে লন্ডন ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতো, যার সঙ্গে অন্টারিও দক্ষিণপশ্চিমাংশের ছোট্ট গ্রাম স্ট্র্যাথরয়ের সম্পর্ক রয়েছে। বর্তমানে সে ঘৃণাপ্রসূত ও মুসলিম বিদ্বেষী অভিপ্রায়ে সালমান আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪), তাদের কন্যা ইউমনা আফজাল (১৫), সালমানের মা তালাত আফজাল (৭৪)-কে হত্যা ও হাসপাতালে চিকিৎসাধীন ফায়েজ সালমান (৯)-কে আহত করার দায়ে এলজিন মিডলসেক্স ডিটেনশন সেন্টারে কারাবন্দী রয়েছে।
পুলিশ বলেছে, নগরীর উত্তরপশ্চিমাংেশে ওই ঘটনা সংঘটনের ১০ মিনিট সময়ের মধ্যে সে ৩০১ অক্সফোর্ড স্ট্রিট ওয়েস্টে অবস্থিত চেরীহিল ভিলেজ মলের পার্কিং লটে গ্রেফতার হয়। সে সেখানে একজন টেক্সি চালককে তার গ্রেফতারের জন্য পুলিশ ডাকতে বলেছে। পরে ওই টেক্সি চালক, হাসান সেভেলাগি জানিয়েছে, সে ‘তার টি-সার্টের বুকে নাৎসি সোয়াস্থিকা চিহ্ন দেখতে পায়’। এছাড়া ভেল্টম্যানের শৈশব সম্পর্কে অতি সংক্ষিপ্তই জানা গেছে। সে স্ট্র্যাথরয় ডিস্ট্রিক্ট কলেজিয়েট ইন্সটিটিউটে পড়াশোনা শেষে লন্ডনের ফেনসোঁ কলেজে যাচ্ছিল। গ্রেফতারকালীন সে স্ট্র্যাথরয়ের গ্রে রিজ্ এ্যাগ্ ফার্মে খন্ডকালীন কাজ করতো। স্ট্র্যাথরয়-কারাডক পুলিশ বলেছে, ভেল্টম্যানের নাম তাদের রেকর্ডে ২০১৬ থেকে ২০২০ সাল অবধি ১৪ বার লিপিবদ্ধ রয়েছে। তবে কোনোটাই গুরুতর অপরাধজনিত নয়; ২০১৯ থেকে ২০২০ সালে দুটি মদ সংশ্লিষ্ট আইনের পরিপন্থী ঘটনা রয়েছে। সেজন্য প্রায় সপ্তাহকাল ধরে লন্ডন পুলিশ তার ৩৪ কোভেন্ট মার্কেট প্লেসের স্বল্পউচ্চ অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে গাড়ীতে বসে পাহাড়া দিচ্ছে। (in the pic below, Nathaniel’s apartment building).
ওই অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিবেশী সিবিসি-কে বলেছেন, ভেল্টম্যান সচরাচর গভীর রাত অবধি ভিডিও গেম খেলতো। তিনি সম্প্রতি ভোররাত ৩টায় তার অ্যাপার্টমেন্ট থেকে সশব্দ আওয়াজ শুনতে পেয়ে দরজায় কড়া নেড়ে তাকে বিল্ডিংটি যে পরিবারভিত্তিক সে কথা জানিয়েছেন। তার কথা, ‘সে তখন তার দিকে সরাসরি তাকিয়ে দেখেনি।’
তাই এখন পুলিশ হন্যে হয়ে ধর্মীয় বিশ্বাসের কারণে লন্ডনের মুসলিম পরিবার হত্যায় অভিযুক্ত নাথানিয়াল ভেল্টম্যানের সব কিছু একত্র করার প্রয়াসে নিয়োজিত। পুলিশ বলেছে, রোববার ভেল্টম্যানকে বডি আর্মার জাতীয় পরিধেয় পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
তবে সিবিসি-কে যে নারী সাক্ষাতকার দিয়েছেন, তিনি কখনো তাকে মুসলিম বিরোধী কিছু বলতে শোনেননি, তারপরও ‘তার মাঝে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় ছিল।’ তিনি বলেছেন, সব সময় তার অ্যাপার্টমেন্টে লোকের আনাগোনা ও শব্দমুখর থাকতো।
লন্ডন পুলিশ প্রধান স্টিভ উইলিয়াম মিডিয়াকে বলেছেন, অতিরিক্ত কিছু বলা ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করবে। অবশ্য ১৪ জুন ভেল্টম্যানকে কোর্টে শুনানির মুখোমুখি করা হচ্ছে।
Pics below taken in London by Muhammad Ali Bukhari