নির্বাচনী বৈতরনীতে পিছিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো
২০ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ সরকারের আকাঙ্খায় ডাকা নির্বাচনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্ভাব্য পরাজয়ের মুখে রয়েছেন, যাকে ঐতিহাসিকভাবে নির্বাচন কর্তৃপক্ষ ৬১০ মিলিয়ন ডলারের সর্বাধিক ব্যয়বহুল অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনের তুলনায় ১০০ মিলিয়ন ডলার বেশি প্রাক্কলন করেছে। কিন্তু ট্রুডো তাতে কোভিড-১৯ মোকাবেলায় তার প্রধান প্রতিপক্ষকে দোষারোপ করেছেন।
ইতিমধ্যে নানা জরিপে মহামারির চতুর্থ ধাপে এসে ওই নির্বাচন ডাকায় ছয় বছরের ক্ষমতাসীন ট্রুডোর প্রতি ভোটাররা এক প্রকার নাখোশ হয়েছেন। এতে তার প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ দলের এরিন ও’তুল জনমত জরিপে ২ শতাংশ এগিয়ে রয়েছেন।
গতকাল এখানকার হ্যামিল্টন শহরে ওই নির্বাচন ডাকা নিয়ে ট্রুডোর দুঃখবোধ হচ্ছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি জানান, ‘মোটেও না…কেননা দেশকে এগিয়ে নিতে অপরাপর দলের তুলনায় আমাদের স্বচ্ছ অবস্থানটি প্রতিভাত।’ অবশ্য পরিসংখ্যান কানাডা মন্ত্রণালয়ের উদ্ধৃতিতে জাতীয় বেকারত্ব আগস্ট মাসে সর্বনি¤েœ অর্থাৎ ৭.১% রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, ‘কোভিডের মহামন্দায় আমাদের অবলুপ্ত ৯৫ শতাংশ কর্মসংস্থান ফিরে পেয়েছি।’