প্রধানমন্ত্রী ট্রুডোর উপর নির্বাচনী প্রচারকালে পাথরকুচি নিক্ষেপ
গত সোমবার এখানকার লন্ডনে এক নির্বাচনী প্রচার শেষে বাসে উঠার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর পাথরকুচি নিক্ষেপ করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সিটিভি নিউজ তার ওয়েবসাইটে প্রচার করেছে।
দৃশ্যত তাতে এক মুঠো পাথরকুচি প্রধানমন্ত্রী ও তার দেহরক্ষীর গায়ে এসে পড়েছে। প্রতিক্রিয়ায় ট্রুডো কোভিড-১৯ প্রতিরোধে তার সরকারের গৃহীত টিকাকরণের কর্মসূচী থেকে সরে আসবেন না উল্লেখ করে বলেছেন, ‘হ্যাঁ, এদেশে কিছু প্রান্তিক মানুষ আছেন যারা সংক্ষুব্ধ এবং বিজ্ঞানে অবিশ্বাসী।’
ট্রুডোর টিকাকরণ নীতির প্রতি অসম্মত এসব নাগরিকের একটা অংশ গতকাল তার সভায় যোগ দেয়। তাদের মাঝে পিপল’স পার্টি অব কানাডার সমর্থকরা ছিল, যারা বাধ্যতামূলক টিকাকরণের বিরুদ্ধে এদশের নাগরিকদের স্বাধীকারের বিষয়ে সোচ্চার।
তবু ট্রুডোর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, এরিন ও’তুল ও জগমিত সিং টুইটারে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। অপরদিকে গত জুলাই অবধি কানাডার ১২ ততোর্ধ্ব বয়সের অর্ধেক জনগোষ্ঠি অর্থাৎ ১৬.৭ মিলিয়নেরও বেশি মানুষ কোভিড-১৯ প্রতিরোধে টিকা নিয়েছেন।