বাংলাদেশের স্বাধীনতার মোড়কে টরন্টোয় হবে বিমানের অবতরণ
অবশেষে বাণিজ্যের পরিবর্তে সরাসরি স্মারক সফরে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান ১০০ টন জেট ফুয়েল পুড়িয়ে সর্বোচ্চ ৩৫ জন যাত্রী নিয়ে উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম নগরী কানাডার টরন্টোয় অবতরণ করতে যাচ্ছে।
সেই প্রেক্ষাপটে এই প্রতিবেদকের এক অনুসন্ধানে গ্রেটার টরন্টো এয়ারপোর্টস অথরিটির সিনিয়র জনসংযোগ উপদেষ্টা মিস টরি গাস জানিয়েছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ রোববার টরন্টোয় একটি ফ্লাইট অবতরণ করতে যাচ্ছে, যা ২৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশে ফিরে যাবে। এই জুনে টরন্টোর পিয়ারসনে সেই নতুন ফ্লাইটের নিয়মিত যাত্রা শুরু হতে যাচ্ছে।’
তথাপি এই সামগ্রিক কার্যক্রম কিভাবে শুরু হচ্ছে তা সাধারণের অজানা থাকলেও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য তা হবে লাগাতার ১৮ ঘন্টারও বেশি সময়ের ড্রিম লাইনার ফ্লাইটে স্বদেশ যাত্রার আস্বাদন পূরণ।
এক্ষেত্রে দেশের বিশিষ্ট বিমান চলাচল বিশারদ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, ‘বিমানের এই টরন্টো যাত্রা স্মারক সফরের পরিবর্তে বাণিজ্যিক হওয়া বাঞ্ছনীয় ছিল; কেননা আজকের শীর্ষ স্থানীয় কাতার এয়ারওয়েজসহ অপরাপর সকল বিদেশী এয়ারলাইন্স ঢাকায় পরীক্ষণ নয় বরং বাণিজ্যিক যাত্রা শুরু করে।’
Pic from Biman Bangladesh Airlines’ Facebook page