বাংলাদেশে ‘আইএসআইএল ও দায়েস’ দমনের তাগিদ দিলেন ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার সাম্প্রতিক এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় সম্পন্ন ষষ্ঠ সফরের উপর গত শুক্রবার কংগ্রেসের এক শুনানিতে বাংলাদেশে সম্ভাব্য ইসলামি সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল ও দায়েসের উত্থান নিয়ে মন্তব্য করেছেন। এ সময় তাকে প্রশ্ন করেন কংগ্রেসের স্মল বিজনেস কমিটির চেয়ার এবং ওয়াইয়ো অঙ্গরাজ্যের প্রথম কংগ্রেসোনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান প্রতিনিধি স্টিভেন জোসেফ চাবট। 

চাবট বাংলাদেশের পানে দৃষ্টি আকর্ষন করলে ব্লিনকেন বলেন, ‘আমি খুশি হয়েছি আপনি তাতে নজর দিয়েছেন। সেটাই আমরা গুরুত্বের সঙ্গে শেয়ার করেছি এবং গত কয়েক মাসে বাংলাদেশে লাগাতার সন্ত্রাসী হামলা হয়েছে, যার একটি আপনি তুলে ধরেছেন, যা সরকার কখনো বিরোধী দলের কাজ বলেছে, বা ভিন্নার্থে বুঝিয়েছে, কিন্তু আমরা এ পর্যন্ত প্রমাণ সাপেক্ষে দেখেছি তাতে আদিবাসী কিংবা আইএসআইএল বা দায়েস সংশ্লিষ্টরা জড়িত। সেটা আমাদের বাংলাদেশে আইএসআইএল বা দায়েসের সম্ভাব্য উত্থানের ধারণা দেয়, যা আপনি যথার্থই বলেছেন সংযত মুসলিম প্রধান দেশ হিসেবে ওই সমস্যা নিরসনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে ওই সমস্যা নিরসনে আমরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছি। পাশাপাশি ভারতের দৃষ্টান্তে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সন্ত্রাসের শেকড় বাংলাদেশে গজিয়ে ওঠার আগেই একত্রে অবতীর্ণ হতে তাগিদ দেয়া হয়েছে। সেটাই আমরা শেষ পর্যন্ত দেখতে চাই।’

Pic from Antony Blinken’s Twitter profile (@SecBlinken)

To watch the video, click here: https://fb.watch/aJq0EDuYKB/

To read the original text of the US House Chair Chabot and US Secretary of State Blinken, click here: Chabot_Blinken_TEXT