বিশ্বের অতি দূষিত শহরের মাঝে বাংলাদেশের অবস্থান
সুইজারল্যান্ডের আইকিউএয়ার-এর তথ্যের ভিত্তিতে প্রণীত ২০২০ সালের বিশ্ব বায়ুদূষণ প্রতিবেদনে দক্ষিণ ও পূর্ব-এশিয়ার অঞ্চলগুলো সর্বাধিক দূষিত বলে প্রদর্শিত। তাতে বিশ্বের ৫০টি শহরের মাঝে বাংলাদেশ, চীন, ভারত ও পাকিস্তানেরই ৪৯টি শহর অন্তর্ভুক্ত, ঢাকা শহর সেখানে দ্বিতীয়; যদিও বৈশ্বিকভাবে জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে বনে অগ্নিকান্ড ও ধূলিঝড় ও চাষাবাদ রীতি বহুলাংশে সংশ্লিষ্ট।
এতে ২০১৮ সালের ৬৯টি এবং ২০১৯ সালের ৯৮টি দেশ ছাড়িয়ে ১০৬টি দেশের উপাত্ত সন্নিবেশিত, যেখানে তাৎক্ষণিক সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে স্থাপিত ভূ-পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত ‘পিএম২.৫’ প্রকৃতির অতি সূক্ষèকণার আধারটি বিবেচিত।
তাতে বলা হয়েছে, অণুবীক্ষণীয় পরিমাপের ‘পিএম২.৫’ মাইক্রন সাইজের ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে রক্তে সংমিশ্রনের ফলে ওজনহীন শিশু প্রসব, স্বাস্থ্যহানিকর প্রশ্বাসসংক্রমণ, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক ও হৃদরোগ রোগ দেখা দেয়। পাশাপাশি বায়ু দূষণ প্রতি বছর ৭০ লাখ মানুষের মৃত্যু ও বৈশ্বিক অর্থনীতিতে ২.৯ ট্রিলিয়ন অর্থাৎ ২৯ হাজার কোটি ডলারের আর্থিক বোঝা হিসেবে পর্যবসিত।
Read the report here: world-air-quality-report-2020-en