বিশ্বের ছয় পরিবেশকর্মী পেলেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ ২০২১
টরন্টো, জুন ১৮: গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল ফাউন্ডেশন মালাউয়ি, ভিয়েতনাম, বসনিয়া ও হারজেগোভিনা, জাপান, যুক্তরাষ্ট্র এবং পেরু থেকে বাছাইকৃত তৃণমূল পর্যায়ের ছয়জন পরিবেশকর্মীকে গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল প্রাইজ ২০২১ সন্মানে ভূষিত করেছে। এতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে জেন ফন্ডার উপস্থাপনায় সঙ্গীত জগতের লেনি ক্রাভিটজ্্, বাবা মাল, নেডলভু ইয়ুথ কোয়ার ও সিগোরনে উইভার ছাড়াও উগান্ডার পরিবেশবাদী ভেনেসা নেকেট উপস্থিত ছিলেন।
১৯৮৯ সালে সান ফ্রানসিস্কোতে দানশীল নাগরিককর্মী রোডা ও রিচার্ড গোল্ডম্যান কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৯০ সালের আর্থ ডে থেকে এই গুরুত্বপূর্ণ পুরস্কারটি বার্ষিকভাবে বিশ্বের ছয়টি অঞ্চলের তৃণমূল পর্যায়ের পরিবেশকর্মীকে প্রদান করে আসছে। তাতে রিচার্ড গোল্ডম্যানের ভাষ্য হচ্ছে, ‘এই পৃথিবীটা যেমনটা পেয়েছিলাম বিদায়ের আগে তার চেয়েও ভালো দেখে যেতে চাই।’ সেই থেকে বিগত ৩২ বছরে এই পুরস্কার প্রভূত প্রভাব বিস্তারে সফলকাম হয়েছে। এ পর্যন্ত ৯২টি জাতির ২০৬ জনকে এই পুরস্কার দেয়া হয়েছে, যাদের ৯২ জনই নারী এবং ফলশ্রুতিতে এই সমস্যাসংকুল পৃথিবী অনেকটাই আলোকিত হতে পেরেছে।
এ বছরের গোল্ডম্যান ইনভায়রোনমেন্টাল প্রাইজ বিজয়ীরা হচ্ছেন-
গ্লোরিয়া ম্যাজিকা-ক্যামোটো (মালাউয়ি, আফ্রিকা): মালাউয়িতে প্লাস্টিকের পর্বতসম স্তুপের ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে গ্লোরিয়া ম্যাজিকা-ক্যামোটো প্লাস্টিক শিল্পের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জাতীয়ভাবে এককালীন ব্যবহৃত ঘনত্বহীন প্লাস্টিক বাজেয়াপ্ত করায় দুর্বার ডাকে সকলকে অনুপ্রাণিত করেন।
থাই ভ্যান নুগুয়েন (ভিয়েতনাম, এশিয়া): সেভ ভিয়েতনাম ওয়াইল্ডলাইফ নামে সংগঠন গড়ে থাই ভ্যান নুগুয়েন ২০১৪ থেকে ২০২০ সাল নাগাদ ১,৫৪০টি প্যাঙ্গুলিনকে বণ্যজন্তু বাণিজ্যের কবল থেকে রক্ষা করেছেন। এছাড়া ২০১৮ সালে ভিয়েতনামে নুগুয়েন প্রথম বুনো পশুপাখি ধরা বন্ধে একটি শাখা খোলেন, যা ৯,৭০১টি পশু ফাঁদ বিনষ্ট ও ৭৭৫টি অবৈধ শিবির তছনচ করে দেন।
মাইদা বিলাল (বসনিয়া ও হারজেগোভিনা, ইউরোপ): ২০১৮ সালের ডিসেম্বরে নিজ গ্রামের নারীদের সংগঠিত করে মাইদা বিলাল ক্রুসিকা নদীর উপর বাঁধ নির্মাণে ভারী সরঞ্জামাদি পরিবহনের বিরুদ্ধে লাগাতার ৫০৩ দিনের এক প্রতিরোধ গড়ে দুটি প্রকল্প বাতিলে সক্ষম হন।
কিমিকো হিরাতা (জাপান, দ্বীপপুঞ্জ ও দ্বীপজাতি): বিগত কয়েক বছরে কিমিকো হিরাতোর নেতৃত্বাধীন তৃণমূল পর্যায়ের আন্দোলনের ফলে সারা জাপানে ১৩টি ৭ গিগাওয়াট থেকে ৭,০৩০ মেগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠা বন্ধ করা সম্ভব হয়েছে।
শ্যারন লেভিন (যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা): ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্যারন লেভিন নিজে বিশেষ শিক্ষা বিষয়ক প্রশিক্ষক থেকে পরিবেশবাদী ন্যায়পালে আবির্ভূত হয়ে লুইসিয়ানা অঙ্গরাজ্যের মিসিসিপি নদী সংলগ্ন সেন্ট জেমস প্যারিশ এলাকায় ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের একটি প্লাস্টিক উৎপাদন কারখানা বন্ধে সক্ষম হন।
লিজ শিকাজে চুরে (পেরু, দক্ষিণ ও মধ্য আমেরিকা): ২০১৮ সালের জানুয়ারিতে লিজ শিকাজে চুরে ও তার অভিভাবকদ্বয়ের সবিশেষ প্রচেষ্টার ফলে দেশটিতে পেরুর সরকার ইয়াগুয়াস ন্যাশনাল পার্ক গড়ে তোলে। সেই পার্কের আকৃতি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সমান, যা আমাজন গভীর অরন্যের ২০ লাখ একর জমি সুরক্ষা করতে পেরেছে।
Pic from the website of the Goldman Environmental Foundation https://www.goldmanprize.org/