বুরকিনা ফাসো’র আলিজেতা কিন্ডা পেলেন জাতিসংঘের নারী পুলিশ অ্যাওয়ার্ড ২০২২
গত বুধবার পুলিশের ‘ইউএনকপস্’ সামিটে কানাডা ও নরওয়ের যৌথ পৃষ্টপোষকতায় আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমানে মালিতে নিয়োজিত জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন, সংক্ষেপে ‘মাইনাসমা’য় দায়িত্বশীল বুরকিনা ফাসো’র চিফ ওয়ার্যান্ট অফিসার আলিজেতা কাবোর কিন্ডাকে তার কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে দেয়া হয়েছে ২০২২ সালের জাতিসংঘের নারী পুলিশ অ্যাওয়ার্ড, যার প্রচলন সংস্থাটির শান্তি মিশন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধিকল্পে ২০১১ সালে।
এ বছর আলিজেতা কিন্ডাকে ওই সম্মানে ভূষিত করার কারণটি হচ্ছে তিনি স্থানীয় কর্তৃপক্ষ ও সমাজের মাঝে মেলবন্ধন ঘটিয়েছেন, যাতে ভুক্তভোগী ও লিঙ্গবৈষম্য বিদ্যমান। এছাড়াও তিনি লিঙ্গ, শিশু, মানবাধিকার ও সুশীল সমাজের সুরক্ষায় মেনাকা অঞ্চলে মালির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন।
এতে তার কর্মতৎপরতায় ধর্ষন ও লিঙ্গসংশ্লিষ্ট সহিংসতার শিকার বহু ভুক্তভোগী স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের মামলা রুজু ও চিকিৎসা গ্রহণে এগিয়ে আসছেন; যা মাসে তিনের অধিক ঘটছে, অথচ সেটা ছিল শূণ্যের কোটায়। পাশাপাশি স্কুলে বালিকাদের সংখ্যাবৃদ্ধি ও বাল্যবিবাহ বন্ধে তিনি যথেষ্ট সচেষ্ট।
ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে নিয়ে শান্তি সংশ্লিষ্ট জাতিসংঘের সহকারি মহাসচিব জ্যঁ-পিয়ের লেক্রো বলেন, ‘তার কর্মতৎপরতার মাঝে প্রতিনিধিত্বশীল সক্ষমতার পাশাপাশি দক্ষ পুলিশী আচরণে জনসাধারণের জন্য পুলিশের সেবা ও নিরাপত্তাটি সুনিশ্চিত হয়েছে।’
উল্লেখ্য, ওই অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসর গ্রহণের ১৭ বছর পর প্রথম ভারতীয় ও জাতিসংঘে পুলিশ বিভাগের সাবেক প্রধান কিরণ বেদী, যাকে আনুষ্ঠানিকভাবে স্বয়ং মহাসচিব অ্যান্থেনিও গুতেরেজ আমন্ত্রণ জানিয়েছেন।
Pic from https://news.un.org