মানবদেহে শূকরের হৃদপিন্ড প্রতিস্থাপনের অগ্রদূত পাকিস্তানি বংশোদ্ভূত সার্জন
সম্প্রতি যুক্তরাষ্ট্রে মানবদেহে শূকরের হৃদপিন্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে সর্বপ্রথম বিশ্বে যে বিজ্ঞানী অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন, তিনি পাকিস্তানে জন্মগ্রহণকারী করাচীর ডও মেডিক্যাল কলেজের এমবিবিএস ডাক্তার মুহাম্মদ মনসুর মহিউদ্দিন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের কার্ডিয়াক জেনোট্রান্সপ্ল্যান্টেশন কার্যক্রমেরও সহ-প্রতিষ্ঠাতা পরিচালক।
ডাক্তার মহিউদ্দিন হৃদপিন্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে মৃত্যুপথযাত্রী রোগীর আয়ুষ্কাল বৃদ্ধিতে সুদীর্ঘ ৩০ বছর ধরে গবেষণায় নিয়োজিত।
এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই দেড় লাখ মানুষ নানাবিধ দেহযন্ত্র প্রতিস্থাপনের অপেক্ষায় প্রহর গুণছেন। দুঃখজনকভাবে তাদের অনেকেই অপেক্ষাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করবে, কারণ কোনো গত্যন্তর নেই। আমাদের আগ্রহ সেই গত্যন্তরটি খুঁজে বের করা।’ তার ভাষায়, ‘আমাদের গত্যন্তরটি হচ্ছে ক্ষীণ নিরুদ্ধ অনাক্রম্য ওষুধ ব্যবহারের পাশাপাশি সিডি৪০-র বিপরীতধর্মী প্রতিরোধক ব্যবহারে মানবদেহে শূকরের হৃদপিন্ড প্রতিস্থাপন করা, যাতে মানব হৃদপিন্ড প্রাপ্তি পর্যন্ত তা টিকে থাকে, আর তা টিকলে বদলের প্রয়োজন নেই।’
Pic from the website of University of Maryland – School of Medicine, here