মারখামের ‘রিসাইকেল’ ২০ মিলিয়ন পাউন্ড আবর্জনা সংগ্রহ করেছে
টরন্টো, এপ্রিল ২২: আর্থ ডে-কে সামনে রেখে টরন্টোর পাশ্ববর্তী সিটি অব মারখামের পুরস্কারজয়ী রিসাইকেল কার্যক্রম ২০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৯ লাখ ৭ হাজার কেজি পরিত্যক্ত কাপড়-চোপড় সংগ্রহ করেছে। করোনা মহামারীকালীন নিরাপদে সেই কার্যক্রম চলছে এবং তাতে পৃথিবী রক্ষাসহ যাদের আর্থিক সংস্থান প্রয়োজন, সেটা জুগিয়েছে। একমাত্র গত ১৩ মাসে ওই শহরের অধিবাসীরা ৩.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১ লাখ ৫৮ হাজার কেজি টেক্সটাইল বস্তু সিটি সংস্থাপিত ১৬০টি বিনে ড্রপ করেছে।
এতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেয়র ফ্রাঙ্ক স্কারপিট্টি বলেন, ‘মারখাম সিটির পুরস্কারজয়ী রিসাইকেল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জমিভরাটের পরিবর্তে ২০ মিলিয়ন পাউন্ড টেক্সটাইল সংগ্রহ করেছে এবং তাতে আমাদের টেকসইপূর্ণ আদর্শ ও লক্ষ্যকে পরিপূরণ করেছে। পাশাপাশি তাতে মারখাম সিটির অধিবাসীদের সবুজ ভবিষ্যত ও গ্রীনহাউজ গ্যাস নিগর্মন থেকে সুরক্ষার প্রত্যয়দীপ্ত আগ্রহটি জাগরুক হয়েছে।’
২০১৬ সালের অক্টোবরে মারখামে এই প্রকল্পের কার্যক্রমটি সূচিত হয়, যেখানে প্রতিটি বাসাবাড়ী থেকে কমপক্ষে ৩৩ পাউন্ড অর্থাৎ ১৫ কিলোগ্রাম টেক্সটাইল আবর্জনা জমিভরাটে যাচ্ছে, অথচ তার ৯৫ শতাংশ নতুন পণ্য তৈরিতে পুর্নব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সেই থেকে ২০১৭ সালের এপ্রিলে মারখাম কানাডায় সিটি বিনের মাধ্যমে এই প্রথম কোনো সংগ্রহ কার্যক্রমটি চালু করে।
বর্তমানে শহরবাসীকে যা পুর্নব্যবহারে ক্ষেত্রে রিসাইকিলিংয়ে উৎসাহিত করা হচ্ছে, তাতে রয়েছে- টেক্সটাইল পণ্য, গোসলের কাপড়চোপড়, জুতা, ব্যাকপ্যাক, প্যান্ট, সার্ট, সোয়েটার, জিন্স, পর্দা, কুশন, বালিশ, স্লিপিং ব্যাগ, কম্বল, গালিচা, পাপোষ, চুলার হাতমোজা, টাওয়াল ইত্যাদি।
তথাপি সেগুলো থেকে ভালো অবস্থার অর্থাৎ পুর্নব্যবহার উপযোগী পণ্যসামগ্রী ভূমিভরাটের পরিবর্তে থ্রিফ্ট ষ্টোরে বিক্রি করা হচ্ছে এবং তা পরিবেশ রক্ষার পাশপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে স্যালভেশন আর্মির থ্রিফ্ট স্টোর, ডায়াবেটিস কানাডা ও ভ্যালু ভিলেজে দেয়া হচ্ছে। আর যা পুর্নব্যবহার উপযোগী নয়, সেগুলো গালিচা, কাগজ, ইনসুলেশন ও ফাইবার রিসাইক্লিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।
ইতিমধ্যে মারখাম সিটির এই টেক্সটাইল কার্যক্রমটি ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অব কানাডা এবং কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে সিএএমএ কর্তৃক স্বীকৃতি ও পুরস্কৃত হয়েছে। সেটা অপরাপর পৌরসভার জন্যও অনুকরণীয় হয়েছে। আর সেই কার্যক্রম ফেডারেশন অব কানাডিয়ান মিউনিসিপ্যালেটিজের গ্রীন মিউনিসিপ্যাল ফান্ডের ৬৭ হাজার ডলারের অর্থপৃষ্টপোষকতায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।