রাশিয়ার হাতে এখন সারমাট
রাশিয়ার দাবি, এটি সকলের পিলে চমকে দেবে! কারণ, তা নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্ন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। গত বুধবারই তার সফল উৎক্ষেপণ হয়েছে রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজেই এই সংবাদ দিয়েছেন। তাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধকালীন বিষয়টি চিন্তার বৈকি। পুতিনের দাবি, পৃথিবীর যে কোনও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম সারমাট। একই সঙ্গে দশের বেশি ‘ওয়ারহেড’ বহনে সক্ষম।
সেজন্য সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাটের ধ্বংসের ক্ষমতা বেশি। কোনো র্যাডারই তাকে ধরতে পারবে না। রুশ সংবাদ মাধ্যমের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে ২২ বছর গবেষণা হয়েছে। বলা হচ্ছে, সারমাটের তিনটি স্তর এবং ১৮ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুড়তে তরল দাহ্য জ্বালানি। এর দৈর্ঘ্য ৩৫.৫ মিটার এবং ব্যাস তিন মিটার। পশ্চিমাদের কাছে এটি ‘দ্বিতীয় শয়তান’।
আগেই রাশিয়ার ছিল ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এবার যুক্ত হল সারমাট। পুতিন বলেছেন, ‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই হাতিয়ার ক্রেমলিনের শত্রুদের দু’বার ভাবতে বাধ্য করবে।’ চলতি বছরই রুশ পরমাণু অস্ত্র ব্যবহারকারী সেনারা তা পেতে যাচ্ছে।