২১৫ আদিবাসী শিশুর দেহাবশেষ আবিস্কারে কানাডার পতাকা অধঃনমিত
টরন্টো, মে ৩০: ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ক্যামলুপসে একটি সাবেক আবাসিক স্কুলে ২১৫টি আদিবাসী ফার্স্ট নেশন্স শিশুর দেহাবশেষ আবিস্কারের ঘটনায় তাদের প্রতি সন্মান জানাতে কানাডার কেন্দ্রীয় সরকার দেশের জাতীয় পতাকা অধঃনমিতভাবে উড্ডয়নের ঘোষণা দিয়েছে।
এতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ রোববার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘ক্যামলুপসের সাবেক আবাসিক স্কুলে যে ২১৫ জন শিক্ষার্থীর জীবন কেড়ে নেয়া হয়েছে এবং যে সকল শিশু তাদের বাড়ীতে আর ফিরে যেতে পারেনি, যারা বেঁচে গেছে ও তাদের পরিবারের প্রতি সন্মান জানাতে পিস টাওয়ারসহ সকল রাষ্ট্রীয় ভবনে উড্ডিত জাতীয় পতাকা অধঃনমিত করার নির্দেশ দিয়েছি।’
এটি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরাবরে অন্টারিওর মিসিসগাস অব দ্য ক্রেডিট ফার্স্ট নেশন্সের পক্ষ থেকে তার সরকারের প্রতি শোক দিবস ঘোষণা ও পালনার্থে জাতীয় পতাকা অধঃনমিত করার আহ্বান জানানোর একদিন পরই তা করা হয়েছে।
এতে টুইটার পোস্টে দেয়া পত্রে জিমা বা প্রধান আর. স্টেসি লাফর্ম বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দেশের পতাকা অধঃনমিত করার পাশাপাশি আমাদের সন্তানদের জন্য জাতীয় শোক দিবস ঘোষণার আহ্বান জানাচ্ছি। কারণ, ব্রিটিশ কলাম্বিয়ার ক্যামলুপসে একটি সাবেক আবাসিক স্কুলে ২১৫ জন শিশুর গণকবর আবিস্কৃত হয়েছে। সেই সকল শিশুসহ অন্যদের জন্য তাই করুন।’
আর ওই আহ্বানে অনেকেই সাড়া দিয়েছেন, তাদের মাঝে এনডিপি’র এমপি চার্লি অ্যাঙ্গাস তার টুইটে পতাকা অধঃনমিত করার ক্ষেত্রে বলেছেন, ‘সেটাই ন্যূনতম আমরা করতে পারি’। তিনি আরও যোগ করে বলেন, ‘এই শিশুদের রাষ্ট্র জোর করে কেড়ে নেয়। তারা চার্চ পরিচালিত আবাসিক স্কুলে মৃত্যুবরণ করেছে এবং সন্মানবিহীন তাদের কবরস্থ করা হয়েছে।’
এছাড়া আদিবাসী প্রধান লাফর্মের সেই আহ্বানে অনেক পৌরসভাকেই সাড়া দিতে দেখা গেছে, তাদের মাঝে টরন্টো, মিসিসগা, ব্রাম্পটন ও রাজধানী অটোয়া অন্যতম।
সেক্ষেত্রে টরন্টোর মেয়র জন টোরি তার টুইটে সিটি সম্পত্তিতে পতাকা অধঃনমিত করার পাশাপাশি সিটি হলে ‘টরন্টো’ সাইনটি নিভু আলোতে ২১৫ ঘন্টা অর্থাৎ নয়দিন প্রতিটি শিশুর জন্য প্রজ্জ্বলনের ঘোষণা দেন।
সেই টুইটে জন টোরি বলেন, ‘ফার্স্ট নেশন্স অঞ্চলের ক্যামলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলের ভূমিতে ২১৫ জন শিশুর দেহাবশেষ আবিস্কারের ঘটনায় আমরা সকলে হতচকিত.. সেজন্য এই সপ্তাহান্তে আমি মিসিসগাস অব দ্য ক্রেডিট ফার্স্ট নেশন্সের প্রধান স্টেসি লাফর্মের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে এই নৃশংস হত্যাযজ্ঞের কারণে আনুষ্ঠানিকভাবে পতাকা অধঃনমিত করার কথা জানান।’ মেয়র টোরি আরও যোগ করে বলেন, ‘আমি টরন্টোসহ সারা দেশে বসবাসত সকল ফার্স্ট নেশন্স বাসিন্দা ও তার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করেছি।’