৩৭ রাষ্ট্র ও সরকার প্রধান স্বাধীন গণমাধ্যমের অন্তরায় বলেছে ‘আরএসএফ’
টরন্টো, জুলাই ৬: আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী রিপোটার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) স্বাধীন গণমাধ্যমের উপর ন্যাক্কারজনক হস্তক্ষেপের বিবেচনায় ৩৭ জন রাষ্ট্র ও সরকার প্রধানের চিত্র সংবলিত গ্যালারি প্রকাশ করতে যাচ্ছে। ওই তালিকার কিছু ব্যক্তিত্ব ‘প্রিডেটর্স অব প্রেস ফ্রিডম’ হিসেবে গত দুই দশক ধরে ক্ষমতাসীন রয়েছেন এবং অপরাপররা ওই তালিকাভুক্ত হয়েছেন, তাতে দুই নারীসহ ইউরোপের একজন প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন।
এতে প্রথমবারের মতো ২০২১ সালে প্রায় ১৭ জনের অর্ধেক ওই তালিকাভুক্ত হবেন, যা আরএসএফ ২০১৬ সালের পর পাঁচ বছর অন্তর তালিকা প্রকাশ করে যাচ্ছে। এই সকল রাষ্ট্র ও সরকার প্রধান মিডিয়ার উপর অযাচিত সেন্সরশীপ আরোপের পাশাপাশি বিচার বর্হিভূত পন্থায় সাংবাদিকদের কারাগারে নিক্ষেপ কিংবা তাদের প্রতি সহিংসতা প্রদর্শন করেছে, এমনকী যেখানে ধরা-ছোঁয়ার বাইরে থেকে এই সকল সাংবাদিকদের হত্যাও করা হচ্ছে।
এক অভিমতে আরএসএফ-এর মহাসচিব ক্রিস্টোফার ডিলোয়ের বলেন, ‘বিশ্বের ৩৭ জন রাষ্ট্র ও সরকার প্রধান আরএসএফ’র চিত্র সংবলিত গ্যালারি উন্মোচন করা হবে, যাদের বিষয়ে ওই তালিকাকে কেউ অসম্পূর্ণ বলতে পারবেন না। এই প্রতিবন্ধকদের প্রত্যেকেরই নিজস্ব ধরণ রয়েছে। কেউ শুধুই সন্ত্রাস আরোপ করে চলেছে এবং অযৌক্তিক পন্থায় নির্দেশ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আবার কেউ ড্রাকোনিয়ান আইনি ধারায় সতর্কভাবে কৌশল নির্ধারণ করে চলেছে। এক্ষেত্রে এই সকল প্রতিবন্ধকদের জন্য সর্বোচ্চ নিষ্পেষনের চ্যালেঞ্জটি অপেক্ষমান। সেজন্য আমরা এই উপায়ান্তরকে স্বাভাবিক পন্থায় গ্রহণ করতে পারি না।’ ওই তালিকাভুক্তদের মাঝে রয়েছেন- সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, চীনের প্রেসিডেন্ট সী জিনপিং, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, ইরান বিপ্লবের সুপ্রিম লিডার আলী খামেনী, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইকাটোরিয়াল গিনি’র প্রেসিডেন্ট থিউডরো অবিয়াং নুগুয়েমা মাবাসগো, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ঈসায়াস আফওয়ার্কি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি ছাড়াও এশিয়া অঞ্চলের দুই নতুন প্রতিবন্ধক।
এদের একজন ২০১৭ সালে প্রবর্তিত হংকংভিত্তিক চীনের আঞ্চলিক প্রধান কেরি ল্যাম। আর অপরজন ২০০৯ সাল থেকে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রতিবন্ধকতায় অন্তর্ভুক্ত ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট জারির মাধ্যমে ৭০ জন সাংবাদিক ও ব্লগারকে কারাগারে নিক্ষেপ করেছেন।
In the pic (taken from Reporters without Borders), Hasina Sheikh