Month: April 2021

এশিয়ার ১০০ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশি নারী

টরন্টো, এপ্রিল ২৯: ২০২১ সালে এশিয়ান সায়েন্টিস্ট ১০০ তালিকায় তিন বাংলাদেশি নারী স্থান করে নিয়েছেন, যেখানে বলা হয়েছে এই অঞ্চলের সাফল্যের অভিষেকে ‘সেরা ও কীর্তিমান, যাদের প্রতিভাভাদীপ্ত পদচারণায় বিজ্ঞান জগত অত্যুৎজ্জ্বল’। তারা হচ্ছেন- ড. সালমা সুলতানা, ড. ফেরদৌসি কাদরী ও অধ্যাপিকা সামিয়া সাবরিনা।