Month: June 2021

লন্ডনে নাথানিয়াল ভেল্টম্যানের মামলার শুনানী ২৮ জুন পর্যন্ত মুলতবী

টরন্টো, জুন ২৫: অন্টারিও প্রদেশের লন্ডনে মুসলিম বিদ্বেষী ট্রাক হামলার হোতা ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের (in the pic) বিরুদ্ধে সর্বশেষ সন্ত্রাসী অভিযোগ যুক্ত করার এক সপ্তাহ পর গত ২১ জুন কোর্টে সে সংক্ষিপ্ত হাজিরা দিয়েছে। ইতিমধ্যে আফজাল পরিবার হত্যায় তার বিরুদ্ধে চার কাউন্টের ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং এক কাউন্টের অ্যাটেম্পটেড মার্ডার চার্জ দাখিল করা হয়েছে, যেখানে হত্যাযজ্ঞের শিকার পরিবারের একমাত্র শিশু বালকটি কোনোক্রমে প্রানে বেঁচে গেছে।