Month: January 2022

‘ফ্যান্টমস অব চিটাগং’ প্রামাণ্যটিত্রে ভারতীয় ‘এসএফএফ’

সামরিক বিশেষজ্ঞদের মতে, শান্তিতে নোবেলজয়ী দালাই লামার অনুসারী যারা ভারতে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ যারা উঁচু পাহাড়ে যুদ্ধেপারঙ্গম সেই তিব্বতী ‘চুশি গ্যাংদ্রুক’ গেরিলা বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার তিব্বতী শরণার্থী নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর গোপন ইউনিট হচ্ছে ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’, সংক্ষেপে ‘এসএফএফ’। ১৯৬২ সালে ভারত ও চীনের যুদ্ধের পরই এই বাহিনীটি গড়ে তোলা হয়।