Day: 27 August 2023

চীন-ভারত সীমান্ত স্থিতাবস্থায় সম্মত হয়েছে, বাংলাদেশ কেন পারে না?

গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনের পর আাবারও এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেছেন এবং হিমালয়ের পাদদেশ জুড়ে ৩,০০০ কিলোমিটার বা ১,৮৬০ মাইল সুদীর্ঘ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) হিসেবে অভিহিত সীমান্তরেখায় বিদ্যমান উত্তেজনা প্রশমনে প্রত্যেকের কর্তৃপক্ষকে সংযত হওয়ার আহবান জানাবেন বলে সম্মত হয়েছেন। 

China-India agreed over border disengagement, why can’t Bangladesh?

Following to the G-20 summit in Indonesia last year, this time in BRICS summit in Johannesburg of South Africa, both Chinese President Xi Jinping and Indian Prime Minister Narendra Modi met on the sidelines and agreed to ask their officials to work at resolving their border dispute over the feud of 3,000-kilometre (1,860-mile) Himalayan border, known as the Line of Actual Control (LAC).