কানাডায় ভেরিয়্যান্টের বিস্তার এবং ‘দ্বৈত রূপান্তর’-এর ঝুঁকি

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, এপ্রিল ১১: এ পর্যন্ত কানাডার সর্বত্র সম্ভাব্য প্রাণঘাতী ভেরিয়্যান্টের বিস্তার ঘটেছে, যার ৯০ শতাংশের বেশি যুক্তরাজ্যে চিহ্নিত বি১১৭ বিশিষ্ট। অনুরূপভাবে ব্রাজিলে আবিস্কৃত পি১ বিশিষ্ট ভেরিয়্যান্টের বিস্তারও কানাডায় ঊর্ধ্বমুখী, যা গত কয়েক সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও আলবার্টা প্রদেশে দ্বিগুণ হয়ে সংখ্যায় ১,০০০ দাঁড়িয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত বি১৩৫১ বিশিষ্ট ভেরিয়্যান্টটি সংখ্যাগত দিক থেকে ক্যুইবেকে ১৫০, ৭০ ততোর্ধ্ব অন্টারিওতে এবং ৫০-এর অধিক ব্রিটিশ কলাম্বিয়ায় বিস্তৃত। অথচ বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় ধীর প্রয়াসে অগ্রসরমান টিকাদান কর্মসূচির প্রেক্ষাপটে তৃতীয় ঢেউয়ে গাণিতিক নিয়মে ভেরিয়্যান্টের প্রসার ঊর্ধ্বমুখী এবং পরিপূর্ণ বিধিবিধান তোয়াক্কার ফলে বিশেষ করে অপেক্ষাকৃত তরুণদের মাঝে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা উভয়টাই বেড়েছে। Continue reading

Status update of Covid-19 cases worldwide

Please click on image to enlarge

[GTranslate]Here we provide a daily update of the data available for select countries and jurisdictions as of April 11, 2021 at 5:15pm EST.

Another record setting day in the province of Ontario. In the last 24-hours, provincial health officials reported 4,456 new infections and 605 patients in the ICU due to Covid-related critical illness. These figures are the highest reported since the start of the pandemic.

Continue reading