Author: Muhammad Ali Bukhari

কানাডায় আবারও সংখ্যালঘু সরকার, কোনো বাংলাদেশি জিতেননি

জরিপের পূর্বাভাস অনুযায়ী ‘মহামারিকালীন নির্বাচন’ ডেকে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে ১৭০ আসন অর্জনে ব্যর্থ হয়েছে, তাতে বিশ্লেষকদের ধারণা ১৮ মাসের মাঝে আরেকটি নির্বাচন হতে পারে, যদি পুনরায় এনডিপি’র সঙ্গে জোটবদ্ধতা বিফল যায়। 

কানাডার নির্বাচনে সর্বাধিক ৮ বাংলাদেশি লড়ছেন

২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সর্বাধিক ৮ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মূলধারার তথা লিবারেল, কনজারভেটিভ, এনডিপি ও গ্রীন পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

লিবারেল পরিত্যাগ করেছে স্পাদাইনা-ফোর্ট ইয়র্কের প্রার্থী

কেন্দ্রীয় লিবারেল তাদের টরন্টোর স্পাদাইনা-ফোর্ট ইয়র্ক রাইডিংয়ে মনোনীত প্রার্থী কেভিন ভং-কে পরিত্যাগের ঘোষণা দিয়েছে, এমনকী সে সোমবার নির্বাচিত হলেও তাকে লিবারেল ককাসে স্থান দেবে না বলে আজ সকালে জানিয়েছে। কারণ, টরন্টো স্টার তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে কেভিনের বিরুদ্ধে ২০১৯ সালে এক নারীকে যৌন হয়রানির মামলাটি জনসমক্ষে তুলে ধরে, যা পরে অবশ্য সেই নারী ‘আগ্রহ হারিয়ে ফেলায়’ সরকার পক্ষ থেকে তা বাদ দেয়া হয়, যদিও সেই নারী এখনও তার ঘটনার সত্যতার বিষয়ে অবিচল রয়েছেন।