মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, মার্চ ৩০: গতকাল কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন, সংক্ষেপে ‘এনএসিআই’ প্রদেশগুলোকে নিরাপদজনিত উদ্বিগ্নতা দেখা দেয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করার সুপারিশ করেছে এবং ফলশ্রুতিতে অধিকাংশ প্রদেশ তা অনুসরণে সম্মত হয়েছে। এতে কারণ হিসেবে ইউরোপের দেশগুলোতে মূলত মহিলাদের দেহে রক্ত জমাট বাঁধার বিষয়কে উল্লেখ করেছে। যদিও ইতিমধ্যে কানাডায় এই টিকার ৩ লাখ ডোজ দেয়া সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেনি, এমনকী ‘এমআরএনএ’ বৈশিষ্ট্যের ফাইজার ও মর্ডানার টিকার ক্ষেত্রেও তা ঘটেনি। →