Author: Muhammad Ali Bukhari

৫৫ বছরের নিচে অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত করেছে ‘এনএসিআই’

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, মার্চ ৩০: গতকাল কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন, সংক্ষেপে ‘এনএসিআই’ প্রদেশগুলোকে নিরাপদজনিত উদ্বিগ্নতা দেখা দেয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করার সুপারিশ করেছে এবং ফলশ্রুতিতে অধিকাংশ প্রদেশ তা অনুসরণে সম্মত হয়েছে। এতে কারণ হিসেবে ইউরোপের দেশগুলোতে মূলত মহিলাদের দেহে রক্ত জমাট বাঁধার বিষয়কে উল্লেখ করেছে। যদিও ইতিমধ্যে কানাডায় এই টিকার ৩ লাখ ডোজ দেয়া সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেনি, এমনকী ‘এমআরএনএ’ বৈশিষ্ট্যের ফাইজার ও মর্ডানার টিকার ক্ষেত্রেও তা ঘটেনি।

ভারতে ভ্যাকসিন নেওয়ার পর ১৮০ জনের মৃত্যু

টরন্টো, এপ্রিল ১৩: করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে গত এক সপ্তাহে পাঁচবার শনাক্তের রেকর্ড ভেঙেছে। প্রথম ঢেউয়ে দৈনিক শনাক্ত লাখের ঘর না ছাড়ালেও এবার তা ছাড়িয়ে গেছে।

অন্টারিও বাজেট নিয়ে ঘাটতিজনিত উৎকন্ঠা

মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, মার্চ ২৬: গত পরশু অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি অন্টারিও প্রদেশের ২০২১ সালের জন্য ১৮৬ বিলিয়ন ডলারের বাজেটটি পেশ করেছেন। সেক্ষেত্রে করোনা মহামারিতে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, তাতে আপাতদৃষ্টিতে অন্টারিও বাজেটে ঘাটতি মোচন হতে কমপক্ষে ২০২৯ সালটি গড়িয়ে যাবে। কারণ, গত বছরই প্রদেশে ৫.৭ শতাংশ হারে অর্থনৈতিক সংকোচন ঘটেছে। তবু অর্থমন্ত্রীর কথা, ‘আমি অন্টারিও বাসীকে আশ্বাস দিচ্ছি, আমরা এই মহামারি জয় করবোই, এবং এরপর আমরা আরও সুদৃঢ়তায় ফিরবো।’ কিন্তু উৎকণ্ঠা নানা কারণে থেকেই গেছে।