লিব্ল্যাঙ্ক বলেছেন কানাডিয়ানদের উচিত বাজেটে ‘শিশু পরিচর্যা’-কে গুরুত্ব দেয়া
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ
টরন্টো, এপ্রিল ১২: কানাডার আন্তঃ সরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাঙ্ক বলেছেন, নিরাপদ প্রাম্ভিক শিক্ষা ও শিশু পরিচর্যা হচ্ছে ‘অর্থনৈতিক আশুকর্তব্য’। এছাড়াও সার্বজনীন মৌলিক আয়ের নীতিটি বিবেচনা করাও অর্থবহ। এই কথাগুলো তিনি গতকাল রোববার সিবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রধান রাজনৈতিক প্রতিবেদক রোজমেরি বার্টনের সঙ্গে বলেছেন।
এছাড়াও ওই ‘রোজমেরি বার্টন লাইভ’ অনুষ্ঠানে মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাঙ্ক বলেছেন, একটি জাতীয় প্রারম্ভিক শিক্ষা কার্যক্রম ও শিশু পরিচর্যার বিষয়টি আগামী বাজেটে গুরুত্ব পেতে যাচ্ছে। অর্থাৎ তার ভাষায়, ‘একটি নিরাপদ প্রারম্ভিক শিক্ষা ও শিশু পরিচর্যা এবং উচ্চ গুণগত শিশু পরিচর্যা আমাদের ভাবনায় অর্থনৈতিক অপরিহার্যতা বা আশুকর্তব্য। সেটি এমনই একটি সামাজিক কার্যক্রম, যা যথাযথভাবে পরিপূরণ হলে সরাসরি কানাডার অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রভাব ফেলবে।’
তবে মন্ত্রী লিব্ল্যাঙ্ক বলেন, একটি জাতীয় প্রারম্ভিক শিক্ষা কার্যক্রম ও শিশু পরিচর্যা কার্যক্রম সহজেই বাস্তবায়নযোগ্য নয়, কেননা প্রতিটি প্রদেশেরই ব্যক্তিগত ও সরকারি শিশু পরিচর্যা কার্যক্রম রয়েছে। তারপরও সরকার ওই নীতিটি এগিয়ে নিতে বদ্ধপরিকর। এতে তিনি বলেন, ‘আমি মনে করি কানাডার জনগণ তাদের সরকারের কাছে এ বিষয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের অপেক্ষায় রয়েছে, কেননা অর্থনৈতিক পুর্নগঠন এবং দেশের সামাজিক কাঠামো গড়ে তোলাটা অত্যন্ত জটিল। তাছাড়া অর্থনীতির জন্য অভিভাবকদের কর্মসংস্থানে সম্পৃক্ত করা যেমনটা ভালো, তার চেয়েও পরিবারগুলোর জন্যও অত্যধিক ভালো।’
লিব্ল্যাঙ্ক আরও বলেন, একটি সার্বজনীন মৌলিক আয়ের নীতি প্রচলন ও তার জন্য অর্থসংস্থান করাটা চ্যালেঞ্জসাধ্য হলেও ক্ষমতাসীন লিবারেল পার্টি যে কোনো ‘জ্ঞানপ্রসূত ধারণা’-কে বিবেচনায় নিতে আগ্রহী। তার কথা, ‘আমাদের ককাসে অনেক বন্ধুই আছেন, যারা অনেক বছর ধরে একটি সার্বজনীন মৌলিক আয়ের রূপায়নে কাজ করে যাচ্ছেন।’ এ প্রসঙ্গে এই মূল্যবান বিষয়ের উপর আলোচনা অব্যাহত থাকলেও তার কথা এটি বাস্তবায়নে বছরে আনুমানিক ৮৫ বিলিয়ন ডলার সংকুলানের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তাই তার ভাষায়, ‘সেটাই একটা বড় চ্যালেঞ্জ, সেজন্য তা [বাস্তবায়ন] হয়নি। যদি তা সহজ হতো, তাহলে পূর্ববর্তী সরকার তা পরিপূরণ করতো। তারপরও এই নীতিটি বিবেচনযোগ্য।’
এছাড়াও একই অনুষ্ঠানে আন্তঃ সরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাঙ্ক এক মন্তব্যে বলেন, লিবারেল মহাসম্মেলনে ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নির বক্তব্য রাখাটি তার সমর্থনেরই বহিঃপ্রকাশ। তার ভাষায়, ‘আমি আশাবাদী মিস্টার কার্নি সম্ভবত পার্টির হয়ে আগামীতে নির্বাচনে লড়তে পারেন। অবশ্যই তার কানাডার জন্য প্রভূত অবদান রয়েছে, যেমন আলোচনা থেকে জলবায়ু নীতি প্রবর্তনের সংগ্রামে।’
এতে মন্ত্রী লিব্ল্যাঙ্কের মন্তব্য, তিনি সাবেক প্রধান মন্ত্রী স্টিফেন হার্পার কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হলেও এখন পুরোপুরি লিবারেল শিবিরে সম্পৃক্ত। এক্ষেত্রে মন্ত্রীর বক্তব্য, ‘দেশের জনবান্ধব নীতি প্রণয়নে তার অবদান সবিশেষ। আর সেজন্যই লিবারেল পার্টিতে তাকে বেছে নেয়া হয়েছে, যা আমার মতে সরকারের অর্থনৈতিক দিক-নির্দেশনায় আস্থারই প্রতিফলন।’