জলবায়ু পরিবর্তনে বাংলাদেশি স্থপতি মেরিনার সাফল্য

যুক্তরাজ্যের গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ সমঝোতায় শেষ হতেই গত ১৬ নভেম্বর অতি গুরুত্বে গার্ডিয়ান পত্রিকায় ‘এ ৩০০ পাউন্ড মনসুন-বাস্টিং হোম: দ্য বাংলাদেশি আর্কিটেক্ট ফাইটিং এক্সট্রিম ওয়েদার’ শিরোনামে স্থান করে নিয়েছে দক্ষিণ এশিয়া থেকে প্রথম ২০২১ সালের সন্মানপূর্ণ সোয়েন মেডাল প্রাপ্ত বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাস্সুম উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য স্থানান্তরযোগ্য ক্ষুদে বাড়ী প্রকল্প।