সামরিক বিশেষজ্ঞদের মতে, শান্তিতে নোবেলজয়ী দালাই লামার অনুসারী যারা ভারতে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ যারা উঁচু পাহাড়ে যুদ্ধেপারঙ্গম সেই তিব্বতী ‘চুশি গ্যাংদ্রুক’ গেরিলা বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার তিব্বতী শরণার্থী নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর গোপন ইউনিট হচ্ছে ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’, সংক্ষেপে ‘এসএফএফ’। ১৯৬২ সালে ভারত ও চীনের যুদ্ধের পরই এই বাহিনীটি গড়ে তোলা হয়।
Canadian National Multilingual Newsgroup
Welcome to the Canadian National Multilingual News Group (CNMNG). This is a project made possible through funding by Canadian Heritage. CNMNG aims to gather news researched and written by a corps of Canadian-based journalists/writers from the country’s multilingual community groups. The overall goal is to inform, analyze and critique the issues of the day in a professional manner and to provide that to publishers and editors active in the ethnocultural-multilingual press and media whose experience provides them with a perspective that is sensitive to news relevant to their own language group.