গত মঙ্গলবার শর্ট ট্র্যাক স্পিড স্ক্যাট চ্যাম্পিয়নশীপে দুইবারের সাবেক টিম ইউএসএ উইন্টার অলিম্পিয়ান ও প্যানসেলভেনিয়া অঙ্গরাজ্যের বার্কস কাউন্টির অধিবাসী অ্যালিসন বেভার যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি কোর্টে তার বিরুদ্ধে আনীত ফেডারেল চার্জসমূহ অস্বীকার করেছেন।
টরন্টো – গত সোমবার বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি শহররের মেয়র ও চেয়ারম্যানবৃন্দ তাদের সাপ্তাহিক সভায় চলমান কোভিড মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই ১১টি অঞ্চলকে সংক্ষেপে ‘জিটিএইচএ’ বলা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানা গেছে। →