সম্প্রতি ওয়াশিংটন পোষ্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে প্রকাশিত খোলা চিঠির বিষয়ে স্বাক্ষরদাতাদের অন্যতম আমেরিকার গ্রন্থকার এবং দারিদ্রবিমোচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা স্যাম ডালে-হ্যারিস (in the pic above, from citizensclimatelobby.org) একান্ত সাক্ষাতকারে সবিস্তর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ৪০ জন জননেতা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন তারা সাধারণঅর্থে বিশ্বের লাখো কোটি মানুষের পরিচিত, যারা মুহাম্মদ ইউনূসের কর্মে অনুপ্রাণিত ও উপকৃত এবং তারা তার নিরাপদ জীবন চান।’ আরও যোগ করে বলেছেন, ‘যারা স্বাক্ষর করেছেন, তারা প্রত্যাশী তাদের জনপরিচিতির কারণে বিশ্ব জানুক প্রফেসর ইউনূসের ওয়াকিবহাল। আমরা ওই বক্তব্য কোনো পত্রিকায় ছাপা হলো কি হলো না, তার অপেক্ষায় না থেকে ছাপিয়েছি।’
টরন্টো, মে ১৮: নিউ গ্রীন হোম রেনোভেশন কার্যক্রমের অধীনে জ্বালানি তদারকির ক্ষেত্রে কানাডার কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ২,০০০ পরিদর্শককে প্রশিক্ষণ দিতে আগ্রহী এবং সেজন্য বাড়ী মালিকদের প্রয়োজনীয় সংস্কার সাধনে ৫ হাজার ডলারের অনুদান দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে । →