বাংলাদেশের গ্রামে ডেল্টা ভ্যারিয়েন্ট আশংকাজনক হারে দ্রুত ছড়াচ্ছে

বাংলাদেশে আগের সহজ হিসেবটি বদলে যাচ্ছে। এতে ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্ট এখন গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরাই বলেছেন, যে গতিতে সংক্রমণ হচ্ছে তা এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হতে পারে। সীমান্তের আশপাশের ৩২ জেলার পরিস্থিতি প্রায় এক। স্বাস্থ্য দপ্তর মনে করেছিল, বাংলাদেশে করোনা শহর কেন্দ্রীক এবং গ্রামগুলোতে এতোটা ছড়াবে না। এখন তারাই বলছেন, পরিস্থিতি ভয়াবহ।