টরন্টো, জুন ২৫: গতকাল সাবেক মেরিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের নিকটবর্তী কবরস্থানের ভুগর্ভে প্রাথমিকভাবে ৭৫১টি চিহ্নহীন কবর উদঘাটনের সংবাদ দিয়েছেন কাউয়েসেস ফার্স্ট নেশন প্রধান ক্যাডমাস ডেলর্ম। যা ছিল সাসকাচুয়ান প্রদেশের রাজধানী রেজাইনা থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে কাউয়েসেস এলাকায় ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পরিচালিত একটি স্কুল। এই স্কুলে দক্ষিণপূর্ব সাসকাচুয়ান ও দক্ষিণপশ্চিম ম্যানিটোবার ফার্স্ট নেশন পরিবারের সন্তানদের পাঠানো হত। কিন্তু সত্তর দশকে ফার্স্ট নেশন সেটির কবরস্থানের দায়িত্বভার ক্যাথলিক চার্চ থেকে বুঝে নেয়। →
টরন্টো, এপ্রিল ১: গত দুই দিনে স্থানীয় রেডিও ও টেলিভিশনের ঘোষণায় বোঝা যাচ্ছে, হঠাৎ করেই করোনা টিকার তোড়জোর শুরু হয়েছে। কারণ ফেডারেল সরকার আগের চেয়ে নড়েচড়ে বসেছে এবং প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততম সময়েই কানাডার জনগণ তাদের টিকা পেতে যাচ্ছেন। এতে রাজধানী অটোয়া থেকে বলা হয়েছে, তিনটি অনুমোদিত ভ্যাকসিন নির্মাতারা কয়েক লাখ অতিরিক্ত ডোজ সরবরাহ করতে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফেডারেল সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক গ্রীষ্মের শেষ থেকে জুনের মধ্যে ফাইজার-বায়োএনটেক ৫০ লাখ ডোজ টিকা কানাডাকে সরবরাহ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে, ওই ঔষধ নির্মাতা এপ্রিল-জুনে ১ কোটি ৭৮ লাখ ডোজ টিকা সরবরাহ করবে, তাতে এপ্রিল-মে মাসে প্রতি সপ্তাহে ১০ লাখ ডোজ এবং জুনে প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ লাখ টিকার জোগান দেবে। →