টরন্টো, এপ্রিল ১: গত দুই দিনে স্থানীয় রেডিও ও টেলিভিশনের ঘোষণায় বোঝা যাচ্ছে, হঠাৎ করেই করোনা টিকার তোড়জোর শুরু হয়েছে। কারণ ফেডারেল সরকার আগের চেয়ে নড়েচড়ে বসেছে এবং প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততম সময়েই কানাডার জনগণ তাদের টিকা পেতে যাচ্ছেন। এতে রাজধানী অটোয়া থেকে বলা হয়েছে, তিনটি অনুমোদিত ভ্যাকসিন নির্মাতারা কয়েক লাখ অতিরিক্ত ডোজ সরবরাহ করতে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফেডারেল সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক গ্রীষ্মের শেষ থেকে জুনের মধ্যে ফাইজার-বায়োএনটেক ৫০ লাখ ডোজ টিকা কানাডাকে সরবরাহ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে, ওই ঔষধ নির্মাতা এপ্রিল-জুনে ১ কোটি ৭৮ লাখ ডোজ টিকা সরবরাহ করবে, তাতে এপ্রিল-মে মাসে প্রতি সপ্তাহে ১০ লাখ ডোজ এবং জুনে প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ লাখ টিকার জোগান দেবে। →
মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএসজি নিউজ
টরন্টো, ১৮ মার্চ – আজ এক ভিডিও বাণীতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিতে জনগণের প্রতি তার ভালবাসা উদ্ভাসিত। এতে সুনির্দিষ্টভাবে তিনি বলেন, ‘আজ এমনটা উদযাপন [স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী] সম্ভব হয়েছে, কারণ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী বিদ্যমান, যা জনগণের প্রতি ভালবাসায় উৎসারিত।’ →