
টরন্টো, মে ১০: বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকার ১১টি পৌর কর্তৃপক্ষ আজ তাদের নিয়মিত এক সাপ্তাহিক সভায় চলমান করোনা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জাতীয় নার্সিং সপ্তাহ পালন উপলক্ষে সকল নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতি তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। →