কানাডায় তৈরি করোনা টিকার ট্রায়াল শুরু

টরন্টো, এপ্রিল ১৬: এই প্রথম কানাডায় তৈরি কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে গতকাল আলবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জন লিউসের নেতৃত্বে এডমন্টনভিত্তিক এন্টস ফার্মাসিউটিক্যালের ল্যাবে তৈরি প্রথম ধাপের ক্লিনিক্যাল টিকাটি মানব দেহে প্রয়োগ করা হয়েছে।