টরন্টো, জুলাই ৬: আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী রিপোটার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) স্বাধীন গণমাধ্যমের উপর ন্যাক্কারজনক হস্তক্ষেপের বিবেচনায় ৩৭ জন রাষ্ট্র ও সরকার প্রধানের চিত্র সংবলিত গ্যালারি প্রকাশ করতে যাচ্ছে। ওই তালিকার কিছু ব্যক্তিত্ব ‘প্রিডেটর্স অব প্রেস ফ্রিডম’ হিসেবে গত দুই দশক ধরে ক্ষমতাসীন রয়েছেন এবং অপরাপররা ওই তালিকাভুক্ত হয়েছেন, তাতে দুই নারীসহ ইউরোপের একজন প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন। →
টরন্টো, জুন ২৫: গতকাল সাবেক মেরিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের নিকটবর্তী কবরস্থানের ভুগর্ভে প্রাথমিকভাবে ৭৫১টি চিহ্নহীন কবর উদঘাটনের সংবাদ দিয়েছেন কাউয়েসেস ফার্স্ট নেশন প্রধান ক্যাডমাস ডেলর্ম। যা ছিল সাসকাচুয়ান প্রদেশের রাজধানী রেজাইনা থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে কাউয়েসেস এলাকায় ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পরিচালিত একটি স্কুল। এই স্কুলে দক্ষিণপূর্ব সাসকাচুয়ান ও দক্ষিণপশ্চিম ম্যানিটোবার ফার্স্ট নেশন পরিবারের সন্তানদের পাঠানো হত। কিন্তু সত্তর দশকে ফার্স্ট নেশন সেটির কবরস্থানের দায়িত্বভার ক্যাথলিক চার্চ থেকে বুঝে নেয়। →