করোনা ভেরিয়্যান্টের বিস্তৃতিতে বিরোধী দল সমালোচনামুখর

টরন্টো, এপ্রিল ২২: গতকাল বুধবার করোনা মহামারি প্রতিরোধে জাতীয় নেতৃত্বের প্রশ্নে গ্রীন, এনডিপি ও কনজারভেটিভ পার্টির এমপিরা বিভিন্ন প্রদেশে জীবাণুর ভেরিয়্যান্ট ঊর্ধ্বগামী হওয়ায় ক্ষমতাসীন লিবারেল সরকারের তীব্র সমালোচনা করেছেন।