বুরকিনা ফাসো’র আলিজেতা কিন্ডা পেলেন জাতিসংঘের নারী পুলিশ অ্যাওয়ার্ড ২০২২ 

গত বুধবার পুলিশের ‘ইউএনকপস্’ সামিটে কানাডা ও নরওয়ের যৌথ পৃষ্টপোষকতায় আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমানে মালিতে নিয়োজিত জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন, সংক্ষেপে ‘মাইনাসমা’য় দায়িত্বশীল বুরকিনা ফাসো’র চিফ ওয়ার‌্যান্ট অফিসার আলিজেতা কাবোর কিন্ডাকে তার কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে দেয়া হয়েছে ২০২২ সালের জাতিসংঘের নারী পুলিশ অ্যাওয়ার্ড, যার প্রচলন সংস্থাটির শান্তি মিশন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধিকল্পে ২০১১ সালে।