বিশেষজ্ঞের মতে, ইনফ্লুয়েঞ্জার মতো করোনা টিকা ফি বছর নিতে হবে মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

Click on image to see it enlarged

টরন্টো, এপ্রিল ৫: করোনা ভেরিয়্যান্ট নিয়ে কানাডায় যে দ্রুত উপশম টিম গড়ে উঠেছে অর্থাৎ ‘করোনাভাইরাস ভেরিয়্যান্টস র‌্যাপিড রেসপন্স নেটওয়ার্ক’-এর দায়িত্বে নিয়োজিত অটোয়া বিশ্ববিদ্যালয়ের জীবাণুবিদ মার্ক-আন্দ্রে ল্যাংলোয়িস জানিয়েছেন, ‘রূপান্তরিত জীবাণু বহুকাল থাকবে এবং ইনফ্লুয়েঞ্জার মতো করোনা টিকা ফি বছর নিতে হবে।’ গত ৩ এপ্রিল সিবিসি সম্প্রচারিত ‘দ্য হাউজ’ অনুষ্ঠানে তিনি সে কথা জানান। তার কথা, ‘এটা প্রাদুর্ভাব হিসেবে দেখা দিলেও যেমনটা প্রতি বছর আমরা ফ্লু শট গ্রহণ করি, তেমনটা সে সময়ে রূপান্তরিত জীবাণুর টিকাটি নিতে হবে।’