রিজেন্ট পার্কে মোমবাতি প্রজ্জ্বলনে আদিবাসী ২১৫ শিশু ও নিহত মুসলিম পরিবারকে স্মরণ মোহাম্মদ আলী বোখারী, সিএনএমএনজি নিউজ

টরন্টো, জুন ১০: গত রাতে রিজেন্ট পার্কে তিন শতাধিক মানুষ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কানাডার সাবেক আবাসিক স্কুলে দুই শতাধিক আদিবাসী শিশুর প্রাপ্ত দেহাবশেষ ও লন্ডনে রোববার পুলিশের ভাষায় ঘৃণ্য অভিপ্রায়ে ট্রাক চাপায় নিহত মুসলিম পরিবারকে স্মরণ করেছে। সেজন্য বক্তারা সেখানে ইসলামোফোবিয়াসহ মুসলিম বিরোধী ঘৃণা এবং মানুষে মানুষে বিদ্যমান ভেদাভেদকে প্রত্যাখ্যান করেছেন।