টরন্টো, এপ্রিল ২২: আর্থ ডে-কে সামনে রেখে টরন্টোর পাশ্ববর্তী সিটি অব মারখামের পুরস্কারজয়ী রিসাইকেল কার্যক্রম ২০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৯ লাখ ৭ হাজার কেজি পরিত্যক্ত কাপড়-চোপড় সংগ্রহ করেছে। করোনা মহামারীকালীন নিরাপদে সেই কার্যক্রম চলছে এবং তাতে পৃথিবী রক্ষাসহ যাদের আর্থিক সংস্থান প্রয়োজন, সেটা জুগিয়েছে। একমাত্র গত ১৩ মাসে ওই শহরের অধিবাসীরা ৩.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১ লাখ ৫৮ হাজার কেজি টেক্সটাইল বস্তু সিটি সংস্থাপিত ১৬০টি বিনে ড্রপ করেছে। →
Canadian National Multilingual Newsgroup
Welcome to the Canadian National Multilingual News Group (CNMNG). This is a project made possible through funding by Canadian Heritage. CNMNG aims to gather news researched and written by a corps of Canadian-based journalists/writers from the country’s multilingual community groups. The overall goal is to inform, analyze and critique the issues of the day in a professional manner and to provide that to publishers and editors active in the ethnocultural-multilingual press and media whose experience provides them with a perspective that is sensitive to news relevant to their own language group.